হোম > বিশ্ব > ভারত

ভারতে লোকসভা নির্বাচনে ভোট দিতে নাগরিকদের প্রতি রতন টাটার অনুরোধ

কলকাতা সংবাদদাতা 

ভারতের চলতি ১৮তম লোকসভা নির্বাচনের আবহের মধ্যেই আগামীকাল ২০ মে সারা দেশে পঞ্চম দফার নির্বাচন হতে চলেছে। পঞ্চম দফায় যেসব রাজ্যে ভোট হতে চলেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে মহারাষ্ট্র। এই দফায় সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য আবেদন করলেন ভারতের অন্যতম শিল্পপতি টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা।

উৎসাহের সঙ্গে ভোটে অংশগ্রহণ করার জন্য নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি বলেছেন, সোমবার মুম্বাইয়ে ভোটের দিন। ওই দিন তিনি সব মুম্বাইবাসীকে দায়িত্বের সঙ্গে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।

ভোট দেওয়ার আবেদন শুধু রতন টাটাই নন, বলিউড অভিনেতা শাহরুখ খানও জানিয়েছেন।
 
পঞ্চম দফায় মুম্বাইয়ের ছয়টি আসনে এবং মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের চারটি আসনে ভোট গ্রহণ হবে। মুম্বাইয়ের ছয়টি আসনের মধ্যে রয়েছে মুম্বাই উত্তর, মুম্বাই উত্তর-পূর্ব, মুম্বাই উত্তর-পশ্চিম, মুম্বাই উত্তর-মধ্য, মুম্বাই দক্ষিণ এবং মুম্বাই দক্ষিণ-মধ্য। মুম্বাই মেট্রোপলিটনের চারটি আসন হলো থানে, কল্যাণ, ভিওয়ান্ডি এবং পালঘর।

উল্লেখযোগ্য যেসব প্রার্থী মুম্বাই থেকে লড়াই করছেন তাঁরা হলেন—কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল, অভিনেতা ভূষণ পাতিল এবং আইনজীবী উজ্জ্বল নিকম।

টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা নিজের এক্স হ্যান্ডেলে দেশবাসীর কাছে দায়িত্বশীলতার সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, বলিউড তারকা শাহরুখ খান নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পালন করতে সোমবার দেশের স্বার্থে দায়িত্ব নিয়ে  আমাদের ভোট দিতে হবে।’

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে