হোম > বিশ্ব > ভারত

ভারতে ১০ লাখ কর্মসংস্থানের উদ্যোগ, সরকারকে ‘মহা জুমলা’ বললেন রাহুল

কলকাতা প্রতিনিধি

বেকারত্বের হার বাড়ছে ভারতে। এটি নিয়ে বিরোধী দলগুলো থেকে শুরু করে অর্থনীতিবিদসহ সরকারের সমালোচনায় সরব অনেকেই। এমতাবস্থায় একটি বড় পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দেড় বছরের মধ্যে দেশটিতে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির নির্দেশ দিয়েছেন তিনি। তবে মোদির এই পদক্ষেপের সমালোচনা করে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সরকারকে ‘মহা জুমলা’ বা ‘মহা নির্বোধ’ বলে আখ্যা দিয়েছেন। 

এরই মধ্যে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সেনাবাহিনীতে ৪ বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে ‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় প্রায় ৪৫ হাজার তরুণ–যুবককে নিয়োগের কথা ঘোষণা করেছেন। সাড়ে ১৭ বছর থেকে ২১ বছরের ৪৫ হাজার যুবক এই কর্মসূচিতে ৩০-৪০ হাজার রুপি মাসিক বেতনে সেনাবাহিনীর প্রশিক্ষণ ও অস্থায়ী চাকরির সুযোগ পাবেন। 

তবে, বিরোধীদের দাবি সরকারের এই উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্যই নেওয়া হয়েছে। তাই দেড় বছর পর আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতা ধরে রাখতেই এই উদ্যোগ নিয়েছে মোদি সরকার। 

রাহুল গান্ধী তাঁর এক টুইটে লিখেছেন, ‘৮ বছর আগে যেমন যুবকদের প্রতি বছর ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ঠিক তেমনি এখন আবার ১০ লাখ সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এটি কেবল ‘জুমলাদের’ সরকার নয়, ‘মহা জুমলাদের’ সরকার। প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষজ্ঞ নন কিন্তু চাকরি নিয়ে ‘সংবাদ’ তৈরিতে বিশেষজ্ঞ।’ 

এদিকে, ভারতের মুদ্রাস্ফীতির পাশাপাশি বেকারত্ব বৃদ্ধি পাওয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই দায়ী করছেন মোদি সরকারকে। বিজেপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, এই কর্মসূচিকে তাঁরা মিশন হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রীর নির্দেশকে সফল করতে এখন থেকেই তৎপরতা শুরু হয়েছে। 

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস