হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে পুলিশের অভিযানে হামলা, দুই নাইজেরিয়ানকে ছিনিয়ে নিল হামলাকারীরা

অবৈধভাবে ভারতে থাকা বিদেশি নাগরিকদের ধরতে দক্ষিণ দিল্লির নেব সারাই এলাকায় অভিযান চালিয়ে নাইজেরিয়ার তিন নাগরিককে আটক করেছিল পুলিশ। সে সময় আফ্রিকান বংশোদ্ভূত শতাধিক মানুষ পুলিশের ওপর হামলা করে দুই নাগরিককে ছিনিয়ে নিয়ে গেছে। আটক অপরজনকে পুলিশ থানায় নিয়ে গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, শনিবার (৭ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশের মাদকবিরোধী শাখার একটি দল শনিবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে অবৈধ বিদেশি নাগরিকেদের ধরতে নেব সরাইয়ের রাজু পার্কে গিয়েছিল এবং সেখান থেকে তিনজন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছিল, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। সেই সময় আফ্রিকান বংশোদ্ভূত শতাধিক মানুষের একটি দল তাদের ঘিরে ফেলে এবং পুলিশের অভিযানে বাধা দেয়। পুলিশের সঙ্গে বিশৃঙ্খলার সময় আটক তিনজনের মধ্যে দুজন পালিয়ে যান। তবে পুলিশ একজনকে ধরে রাখতে সক্ষম হয়। তাঁর নাম ফিলিপ, বয়স ২২ বছর।

পরে নেব সরাই থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ স্কোয়াডের যৌথ দল সন্ধ্যা সাড়ে ৬টায় আবার রাজু পার্কে অভিযান চালায় এবং এক নারীসহ চার নাইজেরিয়ানকে আটক করে।

দিল্লি পুলিশ আরও জানায়, দ্বিতীয় দফায় অভিযানের সময়ও আফ্রিকান বংশোদ্ভূত ১৫০ থেকে ২০০ মানুষ আবার পুলিশের দলকে ঘিরে ফেলে এবং আটকদের পালাতে সাহায্যের চেষ্টা করে। পুলিশ কোনোভাবে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং অপরাধীদের নেব সরাই থানায় নিয়ে গেছে। সেখানে তাঁদের নির্বাসনের প্রক্রিয়া চলছে।

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার