হোম > বিশ্ব > ভারত

খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং আত্মসমর্পণের পর গ্রেপ্তার

খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি গত ১৮ মার্চ থেকে পলাতক ছিলেন। আত্মসমর্পণের পরে পাঞ্জাব রাজ্যর মোগা জেলা পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। খবর এনডিটিভি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ এক টুইটে জানায়, অমৃতপাল সিংকে পাঞ্জাবের মোগায় গ্রেপ্তার করা হয়েছে। আরও বিশদ বিবরণ পাঞ্জাব পুলিশ জানাবে। নাগরিকদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি কোনো ভুয়া খবর না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।

খালিস্তানপন্থী এই নেতার বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশকে আক্রমণ ও পুলিশের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

রোববার ভোরে মোগা শহরের একটি গুরুদ্বারের সামনে অমৃতপাল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে তাঁকে গ্রেপ্তার করে অমৃতসরে নিয়ে যাওয়া হয়। কট্টরপন্থী এই প্রচারকের হেফাজতে নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এদিকে অমৃতপাল সিংকে আসামের ডিব্রুগড়ে স্থানান্তরিত করা হচ্ছে, যেখানে তাঁর আটজন সহযোগীকে ইতিমধ্যে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে বন্দী করা হয়েছে। তাঁদের কোনো অভিযোগ ছাড়াই এক বছর পর্যন্ত আটকে রাখা হয়েছে।

অভিযোগ রয়েছে, অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে বন্দী সঙ্গীকে ছাড়ানোর জন্য কয়েক শ লোক নিয়ে ১৮ মার্চ হামলা চালান অমৃতপাল ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী পপ্পলপ্রীত সিংহ। ওই ঘটনার পর থেকেই দুজন পলাতক ছিলেন। তবে ১০ এপ্রিল পপ্পলপ্রীতকে গ্রেপ্তার করে পুলিশ।

অমৃতপাল সিংকে সরকার খালিস্তানি-পাকিস্তানের এজেন্ট হিসেবে বর্ণনা করে। তিনি গত কয়েক বছর ধরে পাঞ্জাবে সক্রিয় ছিলেন। তিনি নিজেকে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের অনুসারী বলে দাবি করেন। ।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে