হোম > বিশ্ব > ভারত

সির অনুপস্থিতিতে জি-২০ সম্মেলনে প্রভাব পড়বে না: ভারত

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রসিডেন্ট সি চিন পিংয়ের অনুপস্থিতিকে ‘অস্বাভাবিক’ বলতে নারাজ ভারত। এতে সম্মেলন থেকে সমঝোতায় আসতে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বার্তা সংস্থা রর্য়টাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আজ বুধবার এক স্বাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

সি ভারতের ওপর বিরক্ত বলে এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না—এমন কথার পরিপ্রেক্ষিতে পররষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, এখানে ভারতের কিছু করার নাই। চীন ও রাশিয়া কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, তা তারা বলতে পারবে। তবে আপনারা বিষয়টা যেভাবে দেখছেন, আমি সেভাবে দেখছি না।’

চীনের প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুপস্থিতি যদি শীর্ষ সম্মেলনের কোনো ঐকমত্য গড়ে তুলতে বা কোনো ঘোষণা দিতে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে জয়শঙ্কর বলেন, ‘আমরা অলোচনা করেছি… তেমনটা বলার মতো পরিস্থিতি এখনো আসেনি।’

তবে জি-২০ শীর্ষ সম্মেলন থেকে প্রত্যাশা অনেক বেশি। মহামারি, সংঘাত, জলবায়ু পরিবর্তন, ঋণ ও রাজনীতির প্রভাবের কারণে নয়াদিল্লির সামনে অনেক চ্যালেঞ্জ। 

বিশ্বের বেশ কিছু সমস্যার সমাধানের লক্ষ্যে বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির জোট জি-২০-এর সম্মেলন হচ্ছে। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে ভূরাজনৈতিক বিভাজন এই সম্মেলনের সফলতা নিয়ে সংশয় রেখে দিয়েছে। দুই দেশের পক্ষে প্রতিনিধিরা থাকলেও রাষ্ট্রপ্রধানদের অনুপস্থিতির কারণে যুদ্ধ নিয়ে ঐকমত্যে পৌঁছানো কঠিন হবে বলে মনে করা হচ্ছে। 

হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, শীর্ষ সম্মেলনের জলবায়ু পরিবর্তন ও অবকাঠামো প্রকল্পের জন্য ঋণ দিতে বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানাবেন প্রেসিডেন্ট জো বাইডেন।

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ