হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গের হাসপাতাল থেকে পালাল বিচারাধীন বাংলাদেশি 

কলকাতা সংবাদদাতা

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের শৌচালয়ের জানলা ভেঙে পালিয়েছেন বিচারাধীন এক বাংলাদেশি বন্দী। তাঁর নাম রাজু মিঞা। তিনি গত ৬ জুলাই মাথার যন্ত্রণা ও পেটে ব্যথা নিয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি হন। এরপর গত রোববার মধ্যরাতে হাসপাতালে শৌচাগারের জানালার কাচ ভেঙে পালান বাংলাদেশি বিচারাধীন বন্দী। 

পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে জানা গেছে, বিচারাধীন বাংলাদেশি বন্দী রাজু মিঞার বাড়ি বাংলাদেশের রংপুরে। আরও জানা গেছে, বেশ কয়েক দিন আগে কাজের সন্ধানে নদী পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন রাজু। 

ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গের উদয়নারায়ণপুরে আশ্রয় নেন তিনি। সেখানে একটি রঙের কারখানায় মিস্ত্রির কাজও নিয়েছিলেন তিনি। কিন্তু উদয়নারায়ণপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, একটি রঙের কারখানায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কাজ করছেন। তিনি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন এবং তাঁর কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। 

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উদয়নারায়ণপুর থানার পুলিশ গত ২১ জুন তাঁকে গ্রেপ্তার করে। এরপর গত ২২ জুন তাঁকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তাঁকে পাঠানো হয় উলুবেড়িয়া উপসংশোধনাগারে। 

হঠাৎ করে গত শনিবার উলুবেড়িয়া উপসংশোধনাগারে তাঁর শরীর খারাপ করায় রোববার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেদিন মধ্যরাতে হাসপাতালের শৌচাগারের জানালার কাচ ভেঙে পালান রাজু মিঞা। হাসপাতালের নার্স রাজুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পরে শৌচাগারে গিয়ে দেখেন জানালার কাচ ভাঙা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানায়। পরে পুলিশ হাসপাতালে এসে তদন্ত শুরু করে। 

এ বিষয়ে উলুবেড়িয়া মহকুমার শাসক মানস মণ্ডল জানিয়েছেন, বিচারাধীন পলাতক বন্দীকে খোঁজার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ চেষ্টা করছে তাঁকে ধরার। এরই মধ্যে বিভিন্ন থানায় ও সীমান্ত এলাকার থানায় খবর দেওয়া হয়েছে তাঁকে ধরার জন্য।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে