হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গের হাসপাতাল থেকে পালাল বিচারাধীন বাংলাদেশি 

কলকাতা সংবাদদাতা

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের শৌচালয়ের জানলা ভেঙে পালিয়েছেন বিচারাধীন এক বাংলাদেশি বন্দী। তাঁর নাম রাজু মিঞা। তিনি গত ৬ জুলাই মাথার যন্ত্রণা ও পেটে ব্যথা নিয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি হন। এরপর গত রোববার মধ্যরাতে হাসপাতালে শৌচাগারের জানালার কাচ ভেঙে পালান বাংলাদেশি বিচারাধীন বন্দী। 

পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে জানা গেছে, বিচারাধীন বাংলাদেশি বন্দী রাজু মিঞার বাড়ি বাংলাদেশের রংপুরে। আরও জানা গেছে, বেশ কয়েক দিন আগে কাজের সন্ধানে নদী পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন রাজু। 

ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গের উদয়নারায়ণপুরে আশ্রয় নেন তিনি। সেখানে একটি রঙের কারখানায় মিস্ত্রির কাজও নিয়েছিলেন তিনি। কিন্তু উদয়নারায়ণপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, একটি রঙের কারখানায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কাজ করছেন। তিনি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন এবং তাঁর কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। 

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উদয়নারায়ণপুর থানার পুলিশ গত ২১ জুন তাঁকে গ্রেপ্তার করে। এরপর গত ২২ জুন তাঁকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তাঁকে পাঠানো হয় উলুবেড়িয়া উপসংশোধনাগারে। 

হঠাৎ করে গত শনিবার উলুবেড়িয়া উপসংশোধনাগারে তাঁর শরীর খারাপ করায় রোববার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেদিন মধ্যরাতে হাসপাতালের শৌচাগারের জানালার কাচ ভেঙে পালান রাজু মিঞা। হাসপাতালের নার্স রাজুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পরে শৌচাগারে গিয়ে দেখেন জানালার কাচ ভাঙা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানায়। পরে পুলিশ হাসপাতালে এসে তদন্ত শুরু করে। 

এ বিষয়ে উলুবেড়িয়া মহকুমার শাসক মানস মণ্ডল জানিয়েছেন, বিচারাধীন পলাতক বন্দীকে খোঁজার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ চেষ্টা করছে তাঁকে ধরার। এরই মধ্যে বিভিন্ন থানায় ও সীমান্ত এলাকার থানায় খবর দেওয়া হয়েছে তাঁকে ধরার জন্য।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু