ভারতের উত্তর প্রদেশের বারানসির জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে একজন শীর্ষ জরিপ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বারানসির একটি আদালত জ্ঞানবাপী মসজিদ জরিপ দলের ওই কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেন। এ ছাড়া সমীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই দিন সময়ও বাড়িয়েছেন আদালত।
এর আগে গতকাল সোমবার জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের একটি পুকুরে ‘শিবলিঙ্গ’ পাওয়া গেছে দাবি করে স্থানীয় আদালতে হিন্দুত্ববাদীরা পিটিশন দায়ের করলে পুকুরের এলাকাটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়। মসজিদের আশপাশে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: