হোম > বিশ্ব > ভারত

এবার রুপিতে মোদির ছবি ছাপানোর দাবি

কলকাতা প্রতিনিধি

ভারতীয় মুদ্রা রুপির নোটে দেবতা গণেশ ও দেবী লক্ষ্মীর ছবি ছাপার দাবির পর এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ছাপারও দাবি উঠেছে। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম এই দাবি উত্থাপন করেছেন।

এত দিন ধরে ভারতীয় মুদ্রার নোটে কেবল দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীরই ছবি ছাপা হয়ে আসছে। তবে গতকাল বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল দেবী লক্ষ্মী ও দেবতা গণেশের ছবি ৫০০ রুপির নোটে ছেপে ভগবানের আশীর্বাদে দেশের অর্থনীতিকে চাঙা করার দাবি তোলেন।

তবে বিজেপির অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই কেজরিওয়াল এই দাবি উত্থাপন করেছেন। এবার দেবতার ছবির বদলে ‘অবতার’ নরেন্দ্র মোদির ছবি ছাপার দাবি করেছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম। একই সঙ্গে তিনি ছত্রপতি শিবাজি, হিন্দুত্ববাদী নেতা সাভারকর, ভারতীয় সংবিধানের অন্যতম প্রণেতা আম্বেদকরের ছবি ছাপারও দাবি তুলেছেন তিনি।

এখানেই থেমে থাকেননি রাম কদম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ছবি সম্মিলিত ৫০০ রুপির ডামি নোটের ছবিও প্রকাশ করেন। সঙ্গে তিনি স্লোগানও দেন, ‘অখণ্ড ভারত, নয়া ভারত, মহান ভারত। জয় শ্রীরাম। জয় মাতাদি’। রাম কদমের মতে, ‘মোদি এখন শুধু দেশেই নয়, বিদেশেও বেশ সমাদৃত। তিনি বিশেষ ক্ষমতারও অধিকারী। তাই তাঁর ছবি ছাপা হোক নোটে।’

বিতর্ক এখানেই শেষ নয়, নোট বিতর্কে অংশ নিয়ে কংগ্রেসের নেতা ও লোকসভা সদস্য মণীশ তিওয়ারি দাবি করেছেন, ‘গান্ধীর পাশাপাশি আম্বেদকরের ছবিও ছাপতে হবে ৫০০ রুপির নোটে। পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদীদের একটা অংশ রুপিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছাপারও দাবি তুলেছে। সব মিলিয়ে ভারতে জমে উঠেছে নোটে ছবি ছাপার দাবি নিয়ে রাজনীতি।

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার