হোম > বিশ্ব > ভারত

এনডিটিভির মালিকানা চলে গেল আদানির হাতেই

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপের হাতেই গেল ভারতের প্রথম সারির বেসরকারি সংবাদমাধ্যম নিউ দিল্লি টেলিভিশনের (এনডিটিভি) মালিকানা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে বিষয়টি গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার এনডিটিভির প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও তাঁর স্ত্রী রাধিকা রায় এনডিটিভির পরিচালনাকারী প্রতিষ্ঠান আরআরপিআরএইচের পরিচালক পদে ইস্তফা দেন। তাঁদের স্থলাভিষিক্ত হন আদানি গ্রুপের নিয়োগ করা তিন কর্মকর্তা। স্থানীয় সময় আজ বুধবার যোগ দেবেন তাঁরা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেই আরআরপিআরএইচের মালিকানা অধিগ্রহণ করে নিয়েছিল আদানি গ্রুপ।

এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ার ছিল এই প্রতিষ্ঠানের। গত মঙ্গলবার এনডিটিভি জানায়, আদানি গ্রুপ এখন এই শেয়ারের মালিক। তাই স্বাভাবিকভাবেই এনডিটিভির মালিকানা এখন আদানি গ্রুপের হাতে।

এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ার এবং আরআরপিআরএইচের মালিকানা আদানি গ্রুপের হাতে গেলেও এখনো এনডিটিভি ৩২ দশমিক ২৬ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে প্রণয় ও রাধিকার হাতে। আরআরপিআরএইচের পরিচালকের পদ থেকে ইস্তফা দিলেও এনডিটিভির বোর্ড থেকেও ইস্তফা দেননি তাঁরা। প্রণয় এখনো এনডিটিভির চেয়ারপারসন এবং রাধিকা নির্বাহী পরিচালক।

উল্লেখ্য, গত আগস্টেই আদানি গ্রুপ জানিয়েছিল তারা এনডিটিভির মালিকানা নিতে যাচ্ছে। তবে সে সময় প্রণয় ও রাধিকা এ জল্পনা উড়িয়ে দিয়েছিলেন।

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস