হোম > বিশ্ব > ভারত

অরুণাচল সীমান্তের কাছে গ্রাম তৈরি করেছে চীন

ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে অবকাঠামো নির্মাণ করছে চীন। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সীমান্তের কাছে কার্যত গ্রাম তৈরি করেছে বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর।

এরই মধ্যে একাধিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ভারতের পূর্ব সীমান্তে অরুণাচলের খুব কাছে চীন গ্রাম তৈরি করে ফেলেছে। ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আরপি কালিতা গণমাধ্যমকে জানিয়েছেন, অরুণাচল সীমান্তে চীন অনেক অবকাঠামো তৈরি করছে। বিমানবন্দর, রেল যোগাযোগের নির্মাণকাজের পাশাপাশি তৈরি করা হয়েছে গ্রাম। আর এই গ্রাম সামরিক প্রয়োজনেই চীন তৈরি করছে বলে দাবি ভারতীয় সেনার। শুধু তাই নয়, অঞ্চলটিতে চীন ফাইভজি নেটওয়ার্কের পরিকাঠামোও তৈরি করছে বলে অভিযোগ উঠেছে।

লেফটেন্যান্ট জেনারেল কালিতা জানিয়েছেন, ভারতও বসে নেই। তারাও দুর্গম পাহাড়ি অঞ্চলে অবকাঠামো তৈরির কাজ করছে। তবে দুর্গমতার কারণে কাজ করতে সময় লাগছে বলে জানান তিনি।

২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় চীন-ভারতের মধ্যে সীমান্ত সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সৈন্য ও কয়েকজন চীনা সৈন্য নিহত হওয়ার পর থেকে এশিয়ার এই দুই শক্তির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এরপর সীমান্তে সেনা মোতায়েন করে দুই দেশই। সীমান্ত ইস্যু নিয়ে তৈরি হওয়া সংকট সমাধানে দুই দেশের শীর্ষ সামরিক পর্যায়ে কয়েক দফা বৈঠকের পরও পুরোপুরি সমাধান আসেনি। সামরিক বাহিনীর আলোচনা এখনো অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার