হোম > বিশ্ব > ভারত

করোনা বিধি ভুলে উৎসবে মাতোয়ারা ভারত

কলকাতা প্রতিনিধি

করোনার বিধিনিষেধ ভুলে কলকাতাসহ গোটা ভারত মেতে উঠেছে দুর্গাপূজায়। আজ বুধবার অষ্টমীর রাত যত গভীর হচ্ছে, তত বাড়ছে পূজা দেখার ভিড়। অষ্টমীর রাত মানেই জমজমাট পশ্চিমবঙ্গ। সকালে পুষ্পাঞ্জলি দিয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে ঠাকুর দেখার পালা। 

চিকিৎসকদের আশঙ্কা, ভিড়ের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়তে পারে করোনার সংক্রমণ। 

সরেজমিনে দেখা গেছে, করোনার বিধিনিষেধ উপেক্ষা করেই কলকাতা ও আশপাশ এলাকার মানুষ দুর্গাপূজায় মেতে উঠেছেন। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। ট্রেনে-বাসে চড়ার উপায় নেই। কলকাতার বাইরের শহরগুলোতেও দেখা গেছে একই চিত্র। 

কলকাতায় বড় আকর্ষণ দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে উত্তর কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা। নতুন নতুন পোশাকে তরুণের দল নানা সাজে সজ্জিত হয়ে ভিড় করছেন অসাধারণ এই স্থাপত্য দেখতে।

দক্ষিণে রাজ্যের প্রবীণ মন্ত্রী সুব্রত মুখার্জির এক ডালি এভারগ্রিন ক্লাবের সাবেকি প্রতিমা দেখতেও ভিড় করছেন প্রচুর মানুষ। দূর-দুরন্ত থেকে লোকে আসছেন প্রতিমার পাশাপাশি প্যান্ডেল ও আলোর বাহার দেখতে। 

পশ্চিমবঙ্গের দুর্গা আসলে উৎসব। ধর্মীয় উন্মাদনা নেই বললেই চলে। সর্বজনীন উৎসব। তাই উৎসবের সব ধর্মের মানুষই শামিল হন। এমনকি পশ্চিমবঙ্গের বহু দুর্গাপূজার মূল উদ্যোক্তা মুসলমানও রয়েছেন। যেমন চেতলা অগ্রণী ক্লাব। এখানকার নামকরা পুজোর মূল উদ্যোক্তা ফিরহাদ হাকিম। বর্তমানে কলকাতার ভারপ্রাপ্ত মহা নাগরিক এবং রাজ্যের পরিবহন মন্ত্রী। তাঁর রাজনৈতিক উত্থানও এই দুর্গাপূজাকে কেন্দ্র করেই। 
 
রামকৃষ্ণ মিশনের সাধুরা জাতপাত মানেন না। তাঁদের পূজাতে ভিন্ন ধর্মাবলম্বীদের অবাধ আমন্ত্রণ। বুধবার মহাষ্টমীর দিন হুগলি জেলার চুঁচুড়ায় ঝিঙেপাড়ার সারদা রামকৃষ্ণ সেবাশ্রম সম্প্রীতির অসাধারণ ছবি তুলে ধরে। আট বছরের মুসলিম কিশোরী সাহেবা খাতুনকে তারা কুমারী রূপে পুজো করেন। এর আগে চার বছর ধরে তার দিদিকেও পুজো করেছেন মহারাজরা। মহারাজদের মতে, ধর্মের কোনো বিভেদ নেই তাঁদের কাছে। রামকৃষ্ণের মতোই তাঁদের ধর্ম। 
 
শুধু কলকাতাই নয়, ভারতের প্রায় প্রতি রাজ্যেই মহাধূমধাম করে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। দিল্লি, মুম্বাই, চেন্নাই ছাড়াও আসাম, ত্রিপুরার বাঙালিরাও মেতে উঠেছেন দুর্গা পূজায়। উৎসবের হাত ধরে ভিড় হচ্ছে সব জায়গাতেই। তাই বাড়ছে করোনার আশঙ্কা।  
 

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ