হোম > বিশ্ব > ভারত

লোডশেডিংয়ে বর-কনে বদল! 

লোডশেডিংয়ের মধ্যে বদলে গেল কনে! অন্ধকারে বউয়ের বোনের গলায় মালা দিলেন পাত্র। পরে জানাজানি হলে বিয়ের আনন্দই মাটি। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের। 

ইন্ডিয়া টুডের খবরে জানা যায়, রোববার মধ্যপ্রদেশের উজ্জয়িনীর আসলানা গ্রামে রমেশলাল নামের এক ব্যক্তির দুই কন্যার বিয়ে হয় একই আসরে। স্বভাবতই উপস্থিত ছিলেন আত্মীয় থেকে পাড়া-প্রতিবেশী। কিন্তু আচমকা বিদ্যুৎ চলে যায়। এতে ঘটে বেজায় বিপত্তি। 

দুই বোন নিকিতা ও কারিশ্মার বিয়ে হচ্ছিল দুটি আলাদা পরিবারের যুবক দানগওরা ভোলা ও গণেশের সঙ্গে। দুই কনের পরনে ছিল একই ধরনের পোশাক, সাজগোজও একই রকম। পুরোহিত বিয়ের রীতি-রেওয়াজ শুরু করছেন, এমন সময় লোডশেডিং। অন্ধকারেই এক জোড়া কনে ও বরকে আনা হয় বিয়ের মণ্ডপে। মন্ত্রপাঠ, মালাবদলসহ অন্যান্য নিয়মও পালিত হয়। সাত পাকে বাঁধা পড়েন যুগল। তবে বিয়ের আসর আচমকা অন্ধকারে ডুবতেই ভুল কনের গলায় মালা দেন ভুল বর। 

লোডশেডিংয়ের কারণে ঘটল এমন বিপত্তি; যা নিয়ে পরে হুলুস্থুল কাণ্ড। ঘটনা জানতে পারা যায় অনেক পরে। রীতি রেওয়াজ শেষে বর-বধূ ঘরে ফিরে ঘোমটা খুলতেই চমকে যান উভয়েই। এরপর তিন বাড়িতে শুরু হয় হুলুস্থুল কাণ্ড। তবে দুই জোড়া যুগলই ব্যাপারটা সামলে নেন। তাঁরা জানান, এই বিয়ে নাকচ। নিয়ম মেনে ফের বিয়ে করবেন তাঁরা। পরদিন নিয়ম মেনে আবারও বিয়ে হয় তাঁদের। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে