হোম > বিশ্ব > ভারত

কংগ্রেসে যোগদানের বিষয়টি চূড়ান্তভাবে নাকচ করলেন পিকে

কংগ্রেসে যোগদান করছেন না প্রশান্ত কিশোর ওরফে পিকে। এক সপ্তাহ আগে তিনি কংগ্রেসে যোগদান করছেন এমনটা চাউর হয়েছিল। তবে সেই খবরে পানি ঢেলে ইলেকশন ইঞ্জিনিয়ার বলে খ্যাত পিকে মঙ্গলবার নিজেই কংগ্রেসে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিহারের একটি গ্রামে জনসংযোগকালে পিকে বিষয়টি জানান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের ওই গ্রামে জনসংযোগকালে তিনি কংগ্রেসে তাঁর যোগদানের বিষয়টি নাকচ করে কংগ্রেসের উদ্দেশে তিনি প্রণাম ঠোকেন। পিকে বিহারে ‘নতুন ধরনের’ সরকার গঠনের লক্ষ্যে জনমত যাচাইয়ে নেমেছেন। 

কংগ্রেসে যোগদানের বিষয়ে কথা বলতে গিয়ে পিকে বলেন, কংগ্রেস নিজে তো ডুববেই সঙ্গে সবাইকে নিয়ে ডুববে। 

পিকে আরও বলেন, ‘২০১৫ সালে আমরা বিহারে জিতেছি, জিতেছি পাঞ্জাবে। ২০১৯ সালে অন্ধ্র প্রদেশে জগন মোহন রেড্ডি জিতেছেন। আমরা তামিলনাড়ু ও বাঙলায় জিতেছি। বিগত ১১ বছরে আমরা কেবল একটি নির্বাচনে হেরেছি। আর সেটা হলো ২০১৭ সালের উত্তর প্রদেশ নির্বাচন। এবং ঠিক এ কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি কংগ্রেসের সঙ্গে কোনো কাজ করব না।’ এ সময়ই তিনি কংগ্রেসের উদ্দেশে বিদায়ী প্রণাম ঠোকেন।

পিকে আরও বলেন, ‘কংগ্রেস এমন একটি দল যারা কখনো একসঙ্গে কাজ করতে পারেনি। এবং বর্তমানের কংগ্রেসের বর্তমান নেতৃবৃন্দ হলো এমন যে—তাঁরা তো নিজে ডুববেই সঙ্গে সবাইকে নিয়ে যাবে। তাই আমি যদি যাই তবে আমিও ডুবব।’ 

এর আগে, এই ইলেকশন ইঞ্জিনিয়ার—রাজস্থানের উদয়পুরে আয়োজিত কংগ্রেসের সাম্প্রতিক চিন্তন শিবিরকে তিনি চূড়ান্ত ব্যর্থ বলে আখ্যা দেন। সেসময় তিনি ভবিষ্যদ্বাণী করেন যে—এই বছরের শেষ দিকে হতে যাওয়া গুজরাট এবং হিমাচল প্রদেশের নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হতে যাচ্ছে। 

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু