হোম > বিশ্ব > ভারত

এবার বারনসিতে আওরঙ্গজেবের মসজিদ নিয়ে উত্তেজনা 

আবারও মসজিদ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত। সোমবার উত্তর প্রদেশের বারানসির জ্ঞানবাপী মসজিদ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আদালতের নির্দেশে মসজিদটি সিলগালা করে দেওয়া হয়েছে। মসজিদের আশপাশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। 

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, জ্ঞানবাপী মসজিদের নিরাপত্তায় দেশটির বিশেষ নিরাপত্তা বাহিনী সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। 

হিন্দুত্ববাদীদের দাবি জ্ঞানবাপী মসজিদ যে জমিতে গড়ে উঠেছে, তা প্রকৃতপক্ষে হিন্দুদের। হিন্দুদের জমি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হোক। মুঘল সম্রাট আওরঙ্গজেব দুই হাজার বছরের পুরোনো কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে সেখানে মসজিদ গড়ে তুলেছিলেন বলেও দাবি হিন্দুত্ববাদীদের। সেই দাবির পরিপ্রেক্ষিতেই সেখানে ‘হিন্দুত্বের নিদর্শন’ খুঁজতে প্রত্নতাত্ত্বিক সমীক্ষার দাবিতে আরজি জানানো হয় আদালতে। 

এদিকে, সোমবার সকালে মসজিদের পুকুরে একটি শিবলিঙ্গ পাওয়ার দাবি করে হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী। আদালতে আরজি জানানো পক্ষের আইনজীবী নন্দন চতুর্বেদী শিবলিঙ্গ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ওই পুকুরটি মসজিদটিতে নামাজ পড়তে আসা লোকেরা অজুর জন্য ব্যবহার করতেন। তবে, মুসলমানদের দাবি, প্রাপ্ত নিদর্শনটি শিবলিঙ্গ নয়, সেটি একটি ফোয়ারা। 

অন্য দিকে, জ্ঞানবাপী মসজিদ চত্বরের আশপাশে ‘দেবদেবীর মূর্তি’ আছে দাবি করে সেগুলো পূজা করার অনুমতি চেয়ে ২০২১ সালে আদালতে আবেদন আবেদন করেন পাঁচ মহিলা। তার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বারানসির জেলা আদালত জ্ঞানবাপী মসজিদের প্রত্নতাত্ত্বিক সমীক্ষা করার নির্দেশ দেয়। আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া প্রত্নতাত্ত্বিক সমীক্ষা চালায়। পরে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে