হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে বাড়ল কোভিড বিধিনিষেধের মেয়াদ

প্রতিনিধি, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল। আপাতত আগামী ১৫ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বিধি-নিষেধের মেয়াদ। আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে জারি করা বিবৃতি থেকে এ কথা জানা যায়।

রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, ১৫ আগস্টের আগে সাধারণ যাত্রীদের জন্য লোকাল ট্রেন চলবে না। তবে সংরক্ষিত কামরার দূরপাল্লার ট্রেন চলবে। বাস, ট্রাম বা অন্যান্য গণ পরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারবে।

কলকাতা মেট্রো রেল চলবে। তবে যাত্রী থাকবে কম। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। অফিসগুলোকে অর্ধেক কর্মী নিয়ে কাজ চালাতে বলা হয়েছে। রাত ৯টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে কারফিউ।

সরকারি অনুষ্ঠানকেই শুধু ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে, অর্ধেক আসন ভর্তি করে কোনো হলের মধ্যে সরকারি অনুষ্ঠান করা যেতে পারে। তবে বেসরকারি অনুষ্ঠানে বিধিনিষেধ থাকছে।

এদিকে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে টিকার জোগান কম থাকায় সরব হয়েছেন দিল্লি সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর অভিযোগ, মাত্র ২ কোটি টিকা পেয়েছে রাজ্য। কিন্তু প্রয়োজন ১৪ কোটির।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৮১৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। রাজ্যে এখন সক্রিয় রোগী রয়েছেন ১১ হাজার ৩৭০ জন। রাজ্যে মোটা আক্রান্ত ১৫ লাখ ২৫ হাজার ৭৭৩ এবং মৃত ১৮ হাজার ১০৯।

ভারতের মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৫ লাখ ২৮ হাজার  ১১৪ জন এবং মৃতের সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬৬২। বর্তমানে ৪ লাখ ০৩ হাজার ৮৪০ জন অ্যাকটিভ রোগী রয়েছেন ভারতে।

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই