পদত্যাগ করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ শনিবার বিপ্লব কুমার দেব ত্রিপুরার গভর্নর এস এন আর্য্যর কাছে পদত্যাগপত্র জমা দেন। এর আগে, রাজভবনে গভর্নরের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ত্রিপুরা রাজ্য বিজেপির অভ্যন্তরীণ কোন্দল সম্প্রতি প্রকাশ্যে আসার পরিপ্রেক্ষিতে বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর আগে পদত্যাগ করলেন বিপ্লব কুমার দেব। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বিপ্লব কুমার দেব বলেছেন, ‘পার্টি চায় আমি যেন সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করি।’
এদিকে, ত্রিপুরা বিজেপি জানিয়েছে—তারা বিধানসভায় তাদের সদস্যদের সঙ্গে বৈঠকের মাধ্যমে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করবে। বিজেপি কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতা ভূপেন্দর যাদব এবং বিনোদ তাওড়ে এরই মধ্যে ত্রিপুরায় পৌঁছেছেন। তাঁরা দুজনই ত্রিপুরা বিধানসভায় দলের নেতা অর্থাৎ নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ত্রিপুরার বিধানসভা বিজেপিকে হারিয়ে নির্বাচনে জয়লাভের জন্য প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছে। দলটি বিদায়ী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারের সমালোচনায় মুখর ছিল।
সর্বভারতীয় তৃণমূল এক টুইটে লিখেছে, ‘বিদায়! মুখ্যমন্ত্রীর হাত থেকে শুভ পরিত্রাণ। তিনি ত্রিপুরায় লাখো লোককে ব্যর্থ করেছেন! যথেষ্ট ক্ষতি হয়েছে। এমনকি বিজেপির শীর্ষ নেতারাও তাঁর অক্ষমতায় বিরক্ত। সর্বভারতীয় তৃণমূল ত্রিপুরায় যা অর্জন করেছে তাতে বিজেপির লোকেরা খুব বিচলিত বলে মনে হচ্ছে। পরিবর্তন অনিবার্য।’