হোম > বিশ্ব > ভারত

সৌরভের বাড়িতে নৈশভোজে অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আপ্যায়িত করেছেন সৌরভ গাঙ্গুলি। শুক্রবার রাতে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভের বাড়িতে যান পশ্চিমবঙ্গ সফররত অমিত শাহ। সেখানেই তিনি ডিনার করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

অমিত শাহের ছেলে ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক অনারারি সেক্রেটারি জয় শাহ সৌরভ গাঙ্গুলির সহকর্মী হওয়ায় তাঁর বাড়িতে অমিত শাহের এই সফরকে সৌজন্যমূলক সাক্ষাৎ বলা হচ্ছে। তবে সৌরভের বাড়িতে অমিত শাহের সফর নিয়ে এরই মধ্যে নানা গুজব ডালপালা মেলেছে। 

এদিকে, দেহরক্ষী বেষ্টিত সাদা রঙের একটি এসইউভিতে করে সৌরভের বাড়িতে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সামনের সিটে বসা অমিত শাহকে অভ্যর্থনা জানাতে এ সময় রাস্তার দুই পাশে ব্যাপক ভিড় জমে গিয়েছিল। পরে অমিত শাহ সৌরভ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খান। অন্যান্য খাবারের সঙ্গে অমিত শাহকে মিষ্টি দই দিয়েও আপ্যায়ন করা হয়। এ সময়, তাঁর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান শুভেন্দু অধিকারী, অমিত মালব্য এবং স্বপন দাশ গুপ্ত, সুকান্ত মজুমদার ও স্নেহাশিস গাঙ্গুলি।

নিজ বাড়িতে অমিত শাহের সফর প্রসঙ্গে ৪৯ বছর বয়সী এই সাবেক ক্রিকেট অধিনায়ক বলেছেন, ‘খাবার টেবিলে রাজনৈতিক কোনো আলাপ করা উচিত নয়।’ এ সময় সৌরভ আরও জানান, অমিত শাহকে এক দশকেরও বেশি সময় ধরে চেনেন এবং তাঁর সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎও করেছেন। 

সাংবাদিকদের সৌরভ গাঙ্গুলি বলেন, ‘কথা বলার মতো প্রচুর বিষয় রয়েছে আমাদের হাতে। আমি তাঁকে ২০০৮ সাল থেকে চিনি। আমি যখন খেলতাম তখন তাঁর সঙ্গে আমার দেখা হতো। কিন্তু সফর থাকায় অতটা দেখা হয়নি তাঁর সঙ্গে। এখন তাঁর ছেলে ও আমি একসঙ্গে কাজ করি। সুতরাং আমাদের পরিচয় অনেক পুরোনো।’ 

অমিত শাহকে কী কী দিয়ে আপ্যায়িত করা হচ্ছে সে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাঙ্গুলি হেসে বলেন, ‘...বাড়ি গিয়েই দেখবেন। তিনি নিরামিষভোজী।’ 

এর আগেও একাধিকবার অমিত শাহের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিবারই তাঁকে অমিত শাহের সঙ্গে রাজনৈতিক সংযোগের বিষয়টি ব্যাখ্যা করে বোঝাতে হয়েছে যে তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না। গত বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠকের পর এমন গুঞ্জন উঠেছিল যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। 

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে