হোম > বিশ্ব > ভারত

দুর্নীতি মামলা বিচার বিভাগের হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী

কলকাতা সংবাদদাতা 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশের ফলে আগামী ১৯ এপ্রিল শুরু হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগে আরও বিপাকে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল।

আজ সোমবার আবগারি দুর্নীতি মামলায় এই নির্দেশ দিয়েছেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। এদিন ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি কেজরিওয়ালকে বিচারক কাবেরী বাওয়েজার আদালতে হাজির করে। সেখানেই আম আদমি পার্টি প্রধানের বিরুদ্ধে এই নির্দেশ দেওয়া হয়।

এর আগে, গত ২২ মার্চ মামলার শুনানি চলাকালে অরবিন্দ কেজরিওয়ালকে ২৮ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে পাঠান বিশেষ বিচারক বাওয়েজা। আজ আদালতে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মেয়াদ আরও ৪ দিন বাড়ানোর অনুরোধ জানায় ইডি। তবে ইডির কেন্দ্রীয় সংস্থার সেই আবেদন মঞ্জুর করেন আদালত।

অরবিন্দ কেজরিওয়ালকে কড়া নিরাপত্তা দিয়ে আদালতে নিয়ে যায় ইডি। আদালতে প্রবেশর সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে কেজরিওয়াল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যা করছেন, তা এই দেশের জন্য মোটেই ঠিক হচ্ছেন না।’

এ সময় আদালতে উপস্থিত ছিলেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা। এ ছাড়া, এসেছিলেন দিল্লির দুই মন্ত্রী অতিশী মারলেনা ও সৌরভ ভরদ্বাজ। এদিন আদালতে তিনটি বই ও ওষুধ নিয়ে যাওয়ার আবেদন জানান কেজরিওয়াল। বইগুলো হলো, রামায়ণ, ভগবদ্গীতা এবং সাংবাদিক নীরজা চৌধুরীর লেখা প্রধানমন্ত্রীদের সম্পর্কে একটি বই। পাশাপাশি, আইনজীবীর মাধ্যমে বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তিহারে কিছু নির্ধারিত ওষুধ নিয়ে যাওয়ারও আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত