হোম > বিশ্ব > ভারত

দল গড়া নয়, জনসংযোগে মন দিচ্ছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর

কলকাতা প্রতিনিধি

ভারতের প্রখ্যাত ভোট কৌশলী প্রশান্ত কিশোর (পিকে) এখনই কোনো রাজনৈতিক দল গড়ছেন না। সব জল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার বিহারের রাজধানী পাটনায় সংবাদ সম্মেলন করে তিনি তাঁর রাজনৈতিক কর্মসূচি ‘জন সূরয’ বা ‘জনতার জন্য সুশাসন’-এর ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে প্রশান্ত কিশোর জানান, আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন তিনি বিহারের চম্পারন থেকে শুরু করবেন পদযাত্রা। বিহারে অন্তত ৩ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে মানুষের কথা শুনবেন তিনি। তার পর রাজনৈতিক দল করার কথা ভাবতে পারেন। তবে দল গড়লেও সেই দলের নেতা তিনি হতে চান না বলেও জানিয়েছে পিকে। 

কংগ্রেসে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যানের পর অনেকেই ভেবেছিলেন পিকে রাজনৈতিক দল গড়বেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মন্তব্যগুলোও এ জল্পনাকে উসকে দেয়। কিন্তু বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে পিকে সেই জল্পনায় জল ঢেলে দেন। তিনি জানান, বিহারের রাজনৈতিক, অরাজনৈতিক ১৮ হাজার মানুষকে তিনি চিহ্নিত করেছেন। আগামী দিনে তাঁদের পরামর্শ নিয়ে রাজনৈতিক দল ঘোষণা করা হতে পারে। তবে সেই দলে তাঁর একক আধিপত্য থাকবে না। 

প্রশান্ত কিশোরের মতে, বিহারের ৯০ শতাংশ মানুষ পরিবর্তন চান। সেই পরিবর্তনের পথ প্রশস্ত করবেন তিনি। মানুষের কথা শুনবেন। চার বছর পর বিহারের ভোট। তাই হাতে যে প্রচুর সময় রয়েছে, সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন তাঁর বক্তব্যে। কংগ্রেস সম্পর্কে এদিন একরাশ হতাশা ব্যক্ত করেছেন তিনি।

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি