হোম > বিশ্ব > ভারত

দল গড়া নয়, জনসংযোগে মন দিচ্ছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর

কলকাতা প্রতিনিধি

ভারতের প্রখ্যাত ভোট কৌশলী প্রশান্ত কিশোর (পিকে) এখনই কোনো রাজনৈতিক দল গড়ছেন না। সব জল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার বিহারের রাজধানী পাটনায় সংবাদ সম্মেলন করে তিনি তাঁর রাজনৈতিক কর্মসূচি ‘জন সূরয’ বা ‘জনতার জন্য সুশাসন’-এর ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে প্রশান্ত কিশোর জানান, আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন তিনি বিহারের চম্পারন থেকে শুরু করবেন পদযাত্রা। বিহারে অন্তত ৩ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে মানুষের কথা শুনবেন তিনি। তার পর রাজনৈতিক দল করার কথা ভাবতে পারেন। তবে দল গড়লেও সেই দলের নেতা তিনি হতে চান না বলেও জানিয়েছে পিকে। 

কংগ্রেসে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যানের পর অনেকেই ভেবেছিলেন পিকে রাজনৈতিক দল গড়বেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মন্তব্যগুলোও এ জল্পনাকে উসকে দেয়। কিন্তু বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে পিকে সেই জল্পনায় জল ঢেলে দেন। তিনি জানান, বিহারের রাজনৈতিক, অরাজনৈতিক ১৮ হাজার মানুষকে তিনি চিহ্নিত করেছেন। আগামী দিনে তাঁদের পরামর্শ নিয়ে রাজনৈতিক দল ঘোষণা করা হতে পারে। তবে সেই দলে তাঁর একক আধিপত্য থাকবে না। 

প্রশান্ত কিশোরের মতে, বিহারের ৯০ শতাংশ মানুষ পরিবর্তন চান। সেই পরিবর্তনের পথ প্রশস্ত করবেন তিনি। মানুষের কথা শুনবেন। চার বছর পর বিহারের ভোট। তাই হাতে যে প্রচুর সময় রয়েছে, সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন তাঁর বক্তব্যে। কংগ্রেস সম্পর্কে এদিন একরাশ হতাশা ব্যক্ত করেছেন তিনি।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার