হোম > বিশ্ব > ভারত

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী হতে পারেন শিবকুমার

অনেক জল ঘোলার পর কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী চূড়ান্ত করেছে কংগ্রেস। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া। আর উপমুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন রাজ্য সভাপতি ডি কে শিবকুমার। দলীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। 

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আগামী শনিবার (২০ মে) তাঁরা শপথ নেবেন বলে জানা গেছে। 

দক্ষিণ ভারতের কর্ণাটকে গত শনিবার (১৩ মে) বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়লাভ করে কংগ্রেস। ২২৪ আসনের বিধানসভায় এবার ১৩৫টি জিতেছে দলটি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এককভাবে রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে কংগ্রেস। তবে দুই জ্যেষ্ঠ নেতা মুখ্যমন্ত্রীর পদ দাবি করায় বিষয়টি নিয়ে চাপা উত্তেজনা শুরু হয়। 

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করলেও ভোটের ফলাফল প্রকাশের পর মুখ্যমন্ত্রীর পদ দাবি করেন শিবকুমার। এরই পরিপ্রেক্ষিতে দফায় দফায় আলোচনায় বসেন কংগ্রেস নেতারা। অবশেষে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন বলে জানা গেল। 

এদিকে মুখ্যমন্ত্রিত্ব ঘিরে উত্তেজনার মধ্যেই কর্ণাটকের নবনির্বাচিত কংগ্রেস বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন শিবকুমার। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাজ্য কংগ্রেস সভাপতি হিসেবে তিনি ওই বৈঠক ডেকেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ বেঙ্গালুরুর কুইন্স রোডে কংগ্রেসের রাজ্য সদর দপ্তরে ওই বৈঠক ডাকা হয়েছে। তবে ঠিক কী নিয়ে এই বৈঠক তা নিশ্চিত হওয়া যায়নি।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’