হোম > বিশ্ব > ভারত

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী হতে পারেন শিবকুমার

অনেক জল ঘোলার পর কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী চূড়ান্ত করেছে কংগ্রেস। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া। আর উপমুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন রাজ্য সভাপতি ডি কে শিবকুমার। দলীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। 

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আগামী শনিবার (২০ মে) তাঁরা শপথ নেবেন বলে জানা গেছে। 

দক্ষিণ ভারতের কর্ণাটকে গত শনিবার (১৩ মে) বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়লাভ করে কংগ্রেস। ২২৪ আসনের বিধানসভায় এবার ১৩৫টি জিতেছে দলটি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এককভাবে রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে কংগ্রেস। তবে দুই জ্যেষ্ঠ নেতা মুখ্যমন্ত্রীর পদ দাবি করায় বিষয়টি নিয়ে চাপা উত্তেজনা শুরু হয়। 

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করলেও ভোটের ফলাফল প্রকাশের পর মুখ্যমন্ত্রীর পদ দাবি করেন শিবকুমার। এরই পরিপ্রেক্ষিতে দফায় দফায় আলোচনায় বসেন কংগ্রেস নেতারা। অবশেষে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন বলে জানা গেল। 

এদিকে মুখ্যমন্ত্রিত্ব ঘিরে উত্তেজনার মধ্যেই কর্ণাটকের নবনির্বাচিত কংগ্রেস বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন শিবকুমার। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাজ্য কংগ্রেস সভাপতি হিসেবে তিনি ওই বৈঠক ডেকেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ বেঙ্গালুরুর কুইন্স রোডে কংগ্রেসের রাজ্য সদর দপ্তরে ওই বৈঠক ডাকা হয়েছে। তবে ঠিক কী নিয়ে এই বৈঠক তা নিশ্চিত হওয়া যায়নি।

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার