হোম > বিশ্ব > ভারত

নয়াদিল্লিতে অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু 

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় আজ মঙ্গলবার বিকেলে চারতলাবিশিষ্ট একটি বাণিজ্যিক ভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দিল্লির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দিল্লির ফায়ার সার্ভিস বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাতপাল ভরদ্বাজ এএফপিকে বলেছেন, ভবনটি থেকে এখন পর্যন্ত ২৭ জনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। তাঁদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এ ছাড়া একাধিক অ্যাম্বুলেন্সও আহত ব্যক্তিদের সরিয়ে নিতে কাজ করছে। 

ভরদ্বাজ আরও বলেন, যখন ভবনটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তখন ভেতরে অন্তত ৭০ জন মানুষ ছিলেন। ভবনটিতে কোনো ফায়ার এক্সিট না থাকায় অধিকাংশ মানুষই মারা গেছেন শ্বাসরোধ হয়ে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দিল্লির ডেপুটি চিফ ফায়ার অফিসার সুনীল চৌধুরী এএফপিকে বলেছিলেন, আহত ব্যক্তিদের সংখ্যা ২৫ জনেরও বেশি। সুনীল চৌধুরী আরও জানান, আগুন লাগার পর অনেকেই জ্বলন্ত ভবনটি থেকে লাফ দিয়েছিলেন। এই সময়ও আহত হন আরও অনেকে। 

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, অন্তত ৪০ ব্যক্তি মারাত্মকভাবে পুড়ে গেছেন। তাঁদের সবাইকেই হাসপাতালে নেওয়া হয়েছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে