হোম > বিশ্ব > ভারত

বিজেপির মুকুল ফের তৃণমূলে ফিরছেন!

ঢাকা: সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের হেভিওয়েট নেতা মুকুল রায়। সাবেক দলে ফিরতে আজ শুক্রবার দুপুরেই পুত্রকে সঙ্গে নিয়ে তৃণমূল ভবনে হাজির হন মুকুল রায়। তৃণমূল ভবনে পৌঁছেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দুপুরে তৃণমূল ভবন পৌঁছেইতাঁর পুরোনো কক্ষে প্রবেশ করেছেন। বিজেপিতে যোগদানের আগ পর্যন্ত তৃণমূল ভবনের ওই কক্ষই ব্যবহার করতেন মুকুল।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, তৃণমূলে যোগ দেওয়ার পর ‘নীতিগত প্রশ্নে’ সদ্য-জেতা বিজেপির বিধায়ক পদ ছেড়ে দিতে পারেন মুকুল। কারণ ৭৫ জন বিজেপি বিধায়কের মধ্যে মুকুল একা দল ছাড়লে স্বভাবতই তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য হবে। আর সেই ঝুঁকি এড়াতেই মুকুল ছেড়ে দেবেন বিজেপির মনোনয়নে জেতা বিধায়ক পদ।

২০১৭ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। মুকুল বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলে সাম্প্রতিক কালে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিতে পারবে তৃণমূল। কারণ, তৃণমূল থেকে বিজেপিতে হেভিওয়েট নেতাদের যাওয়া শুরু হয় মুকুলকে দিয়েই। তারপর একে একে তৃণমূল থেকে বিজেপিতে নাম লিখিয়েছিলেন অর্জুন সিং, সব্যসাচী দত্ত, শোভন চট্টোপাধ্যায়রা। আর ভোটের আগে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

কাশ্মীরে খাঁড়া উঠতে গিয়ে ২০০ ফুট খাদে ভারতীয় সাঁজোয়া যান, ১০ সেনা নিহত

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

দেশীয় খাবার নিয়ে বর্ণবাদের শিকার: যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলার ক্ষতিপূরণ পেলেন ভারতীয় যুগল

ঠান্ডা পানিতে নামলেন না উদ্ধারকর্মী, ৭০ ফুট গভীর গর্তে যুবকের মৃত্যু

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত