হোম > বিশ্ব > ভারত

ভারতে সমকামী আইনজীবীকে হাইকোর্টের বিচারপতি করার সুপারিশ

কলকাতা প্রতিনিধি

ভারতে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য সিনিয়র আইনজীবী সৌরভ কৃপালের নাম ফের সুপারিশ করেছেন বিচারপতিদের নিয়ে গঠিত কলেজিয়াম। সুপারিশ মানলে সৌরভ কৃপালই হবেন ভারতের প্রথম সমকামী বিচারপতি।

অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করা সৌরভ নিজেই ঘোষণা দিয়েছেন তিনি সমকামী। তাঁর সঙ্গী বিদেশি। ইউরোপের বাসিন্দা। তাই এর আগে দুবার ভারত সরকার তাঁকে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়নি। 

টুইটারে নিজের প্রোফাইলে সৌরভ নিজেকে আইনজীবী, ভোজনরসিক, লেখক ছাড়াও একজন দুর্ঘটনাজনিত সমকামী অধিকার আন্দোলনের কর্মী (অ্যাক্সিডেন্টাল এলজিবিটিকিউ অ্যাক্টিভিস্ট) বলে পরিচয় দিয়েছেন। 

দুই দশকেরও বেশি সময় ধরে সৌরভ ওকালতি করছেন। আইনজীবী হিসেবে তিনি বেশ সমাদৃত। তাঁর বাবা বি এন কৃপাল ভারতের প্রধান বিচারপতি ছিলেন। দিল্লি হাইকোর্টের বিচারপতিরা তাঁকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে পদোন্নতি দিয়েছিলেন। 

ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের কলেজিয়াম এবার নতুন করে দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে সৌরভের নাম সুপারিশ করল। এর আগে ২০১৭ ও ২০১৮ সালেও তাঁর নাম সুপারিশ করা হয়েছিল। 

প্রসঙ্গত, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা খারিজ করে জানিয়ে দেন সমকামিতা অপরাধ নয়। কিন্তু সৌরভের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁর বিদেশি সঙ্গী।  

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি