হোম > বিশ্ব > ভারত

ভারতের ছত্তিশগড়ে বাস খাদে পড়ে নিহত ১২ 

ভারতের ছত্তিশগড় রাজ্যে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দুর্গ জেলার কুমহারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

দুর্গ জেলার কালেক্টর রিচা প্রকাশ চৌধুরী জানান, শ্রমিকদের বহনকারী বাসটি হঠাৎ উল্টে খাদে পড়ে গেলে ১২ জন নিহত হন। আহত ১৪ জন। তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ মিলে খালি হাতে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। 

পুলিশ জানিয়েছে, দুর্গের একটি মদের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন হতাহতরা। তবে পুলিশ এখনো নিশ্চিত নয় যে ঠিক কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, যে রাস্তা দিয়ে বাসটি যাচ্ছিল, তা বেশ পিচ্ছিল ছিল। 

আহতদের মধ্যে ১২ জনকে রাজ্যের রায়পুরে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে (এআইআইএমএস) নেওয়া হয়। বাকি দুজনকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের সবাই বর্তমানে স্থিতিশীল আছেন বলে জানান রিচা। 
 
এদিকে, এ ঘটনার জন্য শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই তাঁর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, কুমহারির কাছে বেসরকারি কোম্পানির কর্মচারীদের বহনকারী বাসের দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। আমি তাদের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা  জানাই। আহত কর্মচারীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু