তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর। সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করবেন তিনি। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এসে পৌঁছান মোদি।
মোদির সফরে আফগানিস্তানে তালেবানের উত্থান, আন্তসীমান্ত সন্ত্রাস, জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়টি বেশি গুরুত্ব পাবে। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সূত্রে এমন ইঙ্গিত মিলেছে।
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, 'ওয়াশিংটন ডিসিতে উষ্ণ অভ্যর্থনার জন্য আমি ভারতীয় সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। প্রবাসীরা আমাদের শক্তি। বিশ্বজুড়ে ভারতীয়রা যেভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, এটি প্রশংসার দাবি রাখে।'
সফরে পাঁচটি বড় কোম্পানির সিইও-কোয়ালকম, অ্যাডোব, ফার্স্ট সোলার, জেনারেল অ্যাটমিক্স ও ব্ল্যাকস্টোনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উইলার্ড হোটেলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। আগামী শনিবার জাতিসংঘের ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি।