হোম > বিশ্ব > ভারত

ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, ৫ কিমি দূরে পৌঁছাল আওয়াজ

মহারাষ্ট্রে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণ। ছবি: ভিডিও থেকে

ভারতের মহারাষ্ট্রে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে আটজন শ্রমিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় ৫ কিলোমিটার দূর থেকেও এর শব্দ শোনা গেছে। সেই সঙ্গে দূর থেকে করা একটি ভিডিওতে কারখানা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

আজ শুক্রবার সকালে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার অবস্থিত ওই কারখানায় এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির বক্তব্যে তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। মন্ত্রী বলেছেন, ‘ভান্ডারার অস্ত্র কারখানায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে, যেখানে আটজন নিহত এবং সাতজন আহত হওয়ার প্রাথমিক তথ্য পেয়েছি। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করুন।’

এ বিষয়ে জেলা প্রশাসক সঞ্জয় কোলটে বলেন, বিস্ফোরণটি কারখানার এলটিপি বিভাগে সকাল সাড়ে ১০টার দিকে ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও চিকিৎসক দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিস্ফোরণের ফলে কারখানার ছাদ ধসে পড়েছে এবং এক ডজনেরও বেশি শ্রমিক আটকা পড়েন সেখানে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, একজনের মৃতদেহ উদ্ধার হয়। ধ্বংসস্তূপ সরাতে একটি খনন যন্ত্র ব্যবহার করা হয়েছে।

এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনবিস জানান, শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও প্রয়োজনে চিকিৎসা সহায়তার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ