হোম > বিশ্ব > ভারত

ঠান্ডা মাথায় খুন করেছিল পুলিশ, ‘দিশা সংঘর্ষ’ নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য

দুই বছর আগে গোটা ভারত তোলপাড় ফেলা হায়দরাবাদের ‘দিশা সংঘর্ষকে’ ভুয়া সংঘর্ষ বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত তিন সদস্যের শিরপুরকর কমিশন। দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০১৯ সালের নভেম্বরে হায়দরাবাদের শামশাবাদে ২৬ বছরের এক পশু চিকিৎসককে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে চারজনের বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা ভারতে। তার পরই গুলিবিদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। পুলিশের বক্তব্য ছিল, অভিযুক্তরা পালাতে গিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। তখন গুলিতে মৃত্যু হয় তাঁদের। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট নিযুক্ত শিরপুরকর কমিশন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওই দিনের সংঘর্ষ ছিল সম্পূর্ণ ভুয়া। খুনের সংকল্প নিয়ে পুলিশ যাঁদের ওপর গুলি চালিয়েছিল, সেই চারজনের মধ্যে তিনজনই ছিল অপ্রাপ্তবয়স্ক।

২০১৯ সালের ২৭ নভেম্বর ২৬ বছরের এক পশু চিকিৎসককে অপহরণ করা হয়। তার পর তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। ওই নারীর মরদেহ হায়দরাবাদের ৪৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি নির্জন জায়গায় পুড়িয়ে দেওয়া হয়। সেখান থেকেই তাঁর পোড়া দেহের অংশ উদ্ধার করে পুলিশ। তদন্তের পর মহম্মদ আরিফ, চিন্তাকুন্তা চেন্নাকেশভালু, জলু শিবা এবং জলু নবীনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ দাবি করেছিল, সেখানেই পালানোর চেষ্টা করে ওই অভিযুক্তরা। পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে তাদেরই ওপরেই গুলি চালানোর দাবি করা হয়েছিল। পুলিশের দাবি ছিল, পাল্টা গুলিতে চারজনের মৃত্যু হয়।

পরে সুপ্রিম কোর্ট এই ঘটনায় তিন সদস্যের একটি কমিশন গঠন করে দেয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শিরপুরকরের নেতৃত্বে তিন সদস্যের কমিশন তদন্ত করে আজ শুক্রবার প্রধান বিচারপতি এন ভি রমণা, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চে প্রতিবেদন জমা দেয়। কমিশন রিপোর্টে বলেছে, দোষী ১০ পুলিশ সদস্যের বিরুদ্ধে খুনের মামলার রুজু করতে। 

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু