হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা 

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করেছে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইসিসি)। বাংলাদেশের স্বাস্থ্য খাতে অবকাঠামো নির্মাণে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করতেই একটি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে।

বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রদীপ সুরেখা জানান, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসি) পক্ষে কলকাতা থেকে স্বাস্থ্য পরিষেবা বিশেষজ্ঞদের ওই দলটি শিগগিরই ঢাকা সফরে আসবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও অরূপ রায়। তাঁরা দুজনই ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রিজান-উর রহমান উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন। 

দুই দেশের নাগরিকদের ভিসা সমস্যা প্রসঙ্গে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস জানান, উভয় দেশই সমস্যা সমাধানে কাজ করছে। 

সম্মেলনে উভয় দেশের প্রতিনিধিরাই ভারত ও বাংলাদেশের বর্তমান বাণিজ্য ১০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১৬ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার জন্য বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে