হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা 

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করেছে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইসিসি)। বাংলাদেশের স্বাস্থ্য খাতে অবকাঠামো নির্মাণে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করতেই একটি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে।

বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রদীপ সুরেখা জানান, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসি) পক্ষে কলকাতা থেকে স্বাস্থ্য পরিষেবা বিশেষজ্ঞদের ওই দলটি শিগগিরই ঢাকা সফরে আসবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও অরূপ রায়। তাঁরা দুজনই ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রিজান-উর রহমান উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন। 

দুই দেশের নাগরিকদের ভিসা সমস্যা প্রসঙ্গে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস জানান, উভয় দেশই সমস্যা সমাধানে কাজ করছে। 

সম্মেলনে উভয় দেশের প্রতিনিধিরাই ভারত ও বাংলাদেশের বর্তমান বাণিজ্য ১০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১৬ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার জন্য বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর