হোম > বিশ্ব > ভারত

এখনই গ্রেপ্তার করা যাবে না নূপুর শর্মাকে: আদালত 

এখনই গ্রেপ্তার করা যাবে না বিজেপির বারখাস্ত হওয়া মুখপাত্র নূপুর শর্মাকে। মহানবীকে সা. কটূক্তি করায় তাঁর বিরুদ্ধে দায়েরকৃত ৯টি মামলায় তাঁকে এখনই গ্রেপ্তার করা যাবে না বলে আজ মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। 

এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছে, আদালত ভারতের বিভিন্ন রাজ্যে নূপুর শর্মার নামে যেসব মামলা দায়ের করেছে সেগুলোকে সম্মিলিতভাবে একটি মাত্র মামলায় পরিণত করতে নূপুর শর্মার যে আবেদন তাতে রাজ্যগুলোকে সাড়া দিতে বলেছে। ভারতের দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, উত্তর প্রদেশ, জম্মু–কাশ্মীর এবং আসামের রাজ্য সরকারের প্রতি আদালত এই আহ্বান জানিয়েছে। 

আদালত জানিয়েছে, আগামী ১০ আগস্ট নূপুর শর্মার এই আবেদনের বিষয়টি আমলে নেবেন। তাই ততক্ষণ পর্যন্ত নূপুর শর্মার বিরুদ্ধে কোনো মামলাও গ্রহণ করা হবে না। এর আগে, নূপুর শর্মা আদালতে জানিয়েছেন, নূপুর গত ১ জুলাই থেকে তাঁর জীবননাশের হুমকি পেয়ে আসছেন। তারই পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। 

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘এর আগে, ১ জুলাই আমরা পিটিশনকারীকে (নূপুর শর্মা) স্বাধীনতা দিয়েছিলাম যে, তিনি বিকল্প আইনি প্রতিকার খুঁজতে পারেন। কিন্তু তিনি এখন দাবি করছেন, বর্তমানে তাঁর পক্ষে অন্য প্রতিকার খুঁজে বের করা অসম্ভব এবং এই মুহূর্তেই তাঁর জীবন এবং স্বাধীনতা সুরক্ষা প্রয়োজন।’ 

এর আগে, গত ১ জুলাই আদালত নূপুর শর্মাকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছিলেন। কিন্তু নূপুর আদালতের পরামর্শ গ্রহণ করেননি। আজ আদালত সেই বিষয়টির দিকেই ইঙ্গিত করে অন্য আইনি প্রতিকারের কথা উল্লেখ করেন। 

সে সময় আদালত নূপুর শর্মাকে দেশব্যাপী উত্তেজনা সৃষ্টির জন্য এককভাবে দায়ী বলেও উল্লেখ করেছিলেন।

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই