হোম > বিশ্ব > ভারত

বীরভূমের ঘটনায় নিজ দলের নেতাকে গ্রেপ্তারের নির্দেশ মমতার

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম-অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের কাউকে ছাড়া হবে না। আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছে এমনই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর নির্দেশে ইতিমধ্যেই স্থানীয় তৃণমূল নেতা আনিরুল হককে গ্রেপ্তারে তৎপর হয়েছে পুলিশ। 

 আনিরুল অবশ্য দাবি করেছেন, ঘটনার দিন তিনি গ্রামে ছিলেন না। এদিন মমতা নিহতদের পরিবার পিছু একজনকে চাকরি এবং ভস্মীভূত বাড়ির মালিকদের ২ লাখ রুপি করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী পাশাপাশি কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি বাগটুই গ্রামে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাদের পুলিশ আটকে দেয়। 

গত সোমবার রাতে প্রথমে বোমা বিস্ফোরণে মারা যান গ্রামের উপ-প্রধান ভাদু শেখ। রাতে অগ্নিকাণ্ডে ৮ জন অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। আহতও হয়েছেন বেশ কয়েকজন। 

গ্রামবাসীদের অভিযোগ,২টি লাশ গায়েব করা হয়েছে। এই ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দোষীদের শাস্তি নিশ্চিত করার কথা বলেছেন। কলকাতা হাইকোর্টও স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে। বিরোধীরা রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে পথে নেমেছেন। এই অবস্থায় এদিন মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে কড়া হাতে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে বলেন। মমতার সাফ কথা, কাউকেই ছাড়া হবে না। তাঁর নিজের দলের স্থানীয় নেতাকেও গ্রেপ্তারের নির্দেশ দেন। সেই সঙ্গে পুরো ঘটনাকে ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি। 

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির