হোম > বিশ্ব > ভারত

বীরভূমের ঘটনায় নিজ দলের নেতাকে গ্রেপ্তারের নির্দেশ মমতার

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম-অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের কাউকে ছাড়া হবে না। আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছে এমনই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর নির্দেশে ইতিমধ্যেই স্থানীয় তৃণমূল নেতা আনিরুল হককে গ্রেপ্তারে তৎপর হয়েছে পুলিশ। 

 আনিরুল অবশ্য দাবি করেছেন, ঘটনার দিন তিনি গ্রামে ছিলেন না। এদিন মমতা নিহতদের পরিবার পিছু একজনকে চাকরি এবং ভস্মীভূত বাড়ির মালিকদের ২ লাখ রুপি করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী পাশাপাশি কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি বাগটুই গ্রামে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাদের পুলিশ আটকে দেয়। 

গত সোমবার রাতে প্রথমে বোমা বিস্ফোরণে মারা যান গ্রামের উপ-প্রধান ভাদু শেখ। রাতে অগ্নিকাণ্ডে ৮ জন অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। আহতও হয়েছেন বেশ কয়েকজন। 

গ্রামবাসীদের অভিযোগ,২টি লাশ গায়েব করা হয়েছে। এই ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দোষীদের শাস্তি নিশ্চিত করার কথা বলেছেন। কলকাতা হাইকোর্টও স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে। বিরোধীরা রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে পথে নেমেছেন। এই অবস্থায় এদিন মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে কড়া হাতে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে বলেন। মমতার সাফ কথা, কাউকেই ছাড়া হবে না। তাঁর নিজের দলের স্থানীয় নেতাকেও গ্রেপ্তারের নির্দেশ দেন। সেই সঙ্গে পুরো ঘটনাকে ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি। 

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা