হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশ প্রসঙ্গে বিদ্বেষমূলক বক্তব্য, বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা। ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের বহিষ্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে একটি অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ। তিন সপ্তাহের ব্যবধানে এটি তাঁর বিরুদ্ধে দ্বিতীয় বিদ্বেষমূলক বক্তব্যের মামলা।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হিন্দু হিতরক্ষণা সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল যৌথভাবে আয়োজিত একটি সমাবেশ করে। সেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা এবং এক হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে প্রতিবাদ জানানো হয়। ঈশ্বরাপ্পা সমাবেশে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

শিবমোগা পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে। এ বছর বিজেপি ঈশ্বরাপ্পাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে ছয় বছরের জন্য বহিষ্কার করে। এ বছর শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৩০ হাজার ভোট পান।

এর আগে গত ১৬ নভেম্বর তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। অভিযোগ ছিল, ৭৬ বছর বয়সী সাবেক এই বিজেপি নেতা মুসলমানদের হুমকি দিয়েছেন এবং উসকানিমূলক মন্তব্য করেছেন। এই মন্তব্য তিনি ওয়াক্ফ বিতর্ক নিয়ে কংগ্রেস সরকারের বিরুদ্ধে আক্রমণের সময় করেছিলেন।

কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ঈশ্বরাপ্পা কর্ণাটক বিজেপি প্রধান বি ওয়াই বিজয়েন্দ্র এবং তাঁর বাবা প্রবীণ নেতা বি এস ইয়েদিয়ুরাপ্পার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, তাঁর ছেলে কেঈ কান্তেশকে হাভেরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট দেওয়া হয়নি।

ইয়েদিয়ুরাপ্পা এবং প্রয়াত এইচ এন অনন্ত কুমারের সঙ্গে ঈশ্বরাপ্পা কর্ণাটকে বিজেপিকে তৃণমূল থেকে গড়ে তোলার কৃতিত্বের দাবিদার।

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর