হোম > বিশ্ব > ভারত

ডেল্টা ধরন প্রতিরোধে কম সময়ে ভ্যাকসিনের দুটি ডোজ প্রয়োজন: গবেষণা

ঢাকা: ডেল্টা বা ভারতীয় ধরনটি প্রতিরোধে কম সময়ের মধ্যে ভ্যাকসিনের দুটি ডোজ প্রয়োজন। বিখ্যাত মেডিকেল সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।

গবেষণায় বলা হয়, ডেল্টা ধরনের বিরুদ্ধে কম কার্যকর যুক্তরাষ্ট্রের ফাইজারের ভ্যাকসিন। যারা ভ্যাকসিনটির একটি ডোজ নিয়েছেন তাঁদের মধ্যে ডেল্টা ধরনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মতো অ্যান্টিবডি কম তৈরি হয়েছে। আর দীর্ঘ সময় পর আরেকটি ডোজ নিলে এই অ্যান্টিবডি উল্লেখযোগ্য হারে কমে যায়।

গবেষণায় দেখা গেছে, ফাইজারের এক ডোজ টিকা ৭৯ শতাংশ মানুষের মধ্যে সামান্য পরিমাণ করোনার আসল ধরন নিষ্ক্রিয়কারী অ্যান্টিবডি তৈরি করতে পেরেছে। ওই একই পরিমাণ ভ্যাকসিন ৫০ শতাংশ মানুষের মধ্যে সামান্য পরিমাণ আলফা বা যুক্তরাজ্য ধরন নিষ্ক্রিয়কারী অ্যান্টিবডি তৈরি করেছে । এ ছাড়া ৩২ শতাংশ মানুষের মধ্যে সামান্য পরিমাণ ডেল্টা বা ভারতীয় ধরন নিষ্ক্রিয়কারী অ্যান্টিবডি তৈরি করতে পেরেছে ফাইজারের এক ডোজ টিকা। আর বেটা বা দক্ষিণ আফ্রিকার ধরনের বিরুদ্ধে ২৫ শতাংশ মানুষের মধ্যে সামান্য পরিমাণ নিষ্ক্রিয়কারী অ্যান্টিবডি তৈরি করতে পেরেছে ফাইজারের এক ডোজ ভ্যাকসিন।

এ নিয়ে গবেষণা দলের সদস্য ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএলএইচ) হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ এমা ওয়াল বলেন, আমাদের ফলাফল থেকে বোঝা যাচ্ছে খুব সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ দিতে হবে। পাশাপাশি যাদের নতুন ধরনগুলোর বিরুদ্ধে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয় না তাঁদেরকে বুস্টার ডোজ দিতে হবে।

ল্যানসেটে প্রকাশিত গবেষণাটিতে আরও বলা হচ্ছে, সাধারণ ধরনের চেয়ে ডেল্টা ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকা পাঁচগুণ কম অ্যান্টিবডি তৈরি করতে পারে।

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি