হোম > বিশ্ব > ভারত

বড়দিনের ভাষণে বুস্টার ডোজের ঘোষণা মোদির

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর বিশ্বজুড়েই দেখা দিয়েছে শঙ্কা। করোনা নিয়ন্ত্রণে আগামী ১০ জানুয়ারি থেকে ভারতে বুস্টার ডোজ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বড়দিন উপলক্ষে গতকাল শনিবার এক ভাষণে তিনি এ কথা বলেন। 

এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আগামী ১০ জানুয়ারি থেকে ভারতে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। প্রথম দিকে স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া হবে। 

নরেন্দ্র মোদি বলেন, আগামী ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। 

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি আরও বলেন, ‘করোনা এখনো পুরোপুরি চলে যায়নি। নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ মিলছে ভারতেও। এই পরিস্থিতিতে আমাদের করোনাবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। দেশের স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি তৈরি। দেশে ১৮ লাখ আইসোলেশন বেড ও লক্ষাধিক আইসিইউ বেড প্রস্তুত রয়েছে।’

উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার ৮০২ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৭৯ হাজার ৬৮২ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৩৫৪ জন।  

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক