হোম > বিশ্ব > ভারত

অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া অফিসার হচ্ছেন ভারতের র-এর প্রধান

আজকের পত্রিকা ডেস্ক­

জ্যেষ্ঠ আইপিএস অফিসার পরাগ জৈন। ছবি: সংগৃহীত

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ আইপিএস অফিসার পরাগ জৈন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পরাগ জৈন অপারেশন সিঁদুরের সময় গুরুত্বপূর্ণ গোয়েন্দা অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ-সংক্রান্ত কমিটি আজ শনিবার ১৯৮৯ ব্যাচের এই আইপিএস অফিসারকে পরবর্তী ‘র’-এর প্রধান হিসেবে মনোনীত করে।

আনুষ্ঠানিকভাবে ১ জুলাই থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। পরাগ জৈন বর্তমান ‘র’-এর প্রধান রবি সিনহার স্থলাভিষিক্ত হবেন। সিনহার মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন।

পরাগ জৈন বর্তমানে ‘র’-এর এভিয়েশন রিসার্চ সেন্টারের (এআরসি) প্রধান হিসেবে কাজ করছেন। এই প্রতিষ্ঠান আকাশপথে নজরদারি নিয়ে কাজ করে থাকে। ১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের এই ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস) কর্মকর্তার ‘র’-এ কাজ করার দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা নিয়ে এবার তিনি নতুন দায়িত্বে আসছেন।

কর্মজীবনে পরাগ জৈন পাঞ্জাবে সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ‘র’-এর এই জ্যেষ্ঠ কর্মকর্তা পাকিস্তান নিয়ে নানা কাজ করেছেন। বিতর্কিত ৩৭০ ধারা বাতিল করার সময় জম্মু ও কাশ্মীরেও দায়িত্ব পালন করেছেন তিনি। শ্রীলঙ্কা ও কানাডার ভারতীয় মিশনেও কাজ করেছেন এই কর্মকর্তা। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, কানাডায় কাজ করার সময় তিনি সেখান থেকে পরিচালিত খালিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সম্পর্কেও নানা তথ্য সংগ্রহ করেন।

আরও খবর পড়ুন:

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে