হোম > বিশ্ব > ভারত

‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রের শুটিং শুরু

কলকাতা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ শুরু করেছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। সোমবার এই তথ্যচিত্রের আনুষ্ঠানিক শুটিং শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি সত্যম রায় চৌধুরী।

তথ্যচিত্রটির প্রযোজনায় করেছে ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং বাংলাদেশ উপ-দূতাবাস কলকাতা।

গৌতম ঘোষের জানান, বঙ্গবন্ধুর জীবনে কলকাতার ভূমিকা বিরাট। বঙ্গবন্ধু তাঁর আত্মজীবনীতেও সে কথা উল্লেখ করেছেন। মৌলানা আজাদ কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা থেকে শুরু করে ব্রিগেডে জনসমুদ্রে তাঁর ঐতিহাসিক ভাষণ—কলকাতাকে ঘিরে রয়েছে তাঁর বহু স্মরণীয় ঘটনা। মূলত, সেগুলোই তুলে ধরতে চাইছেন গৌতম।

শুটিং শুরু হয়েছে কলকাতার মৌলানা আজাদ কলেজের ক্যাম্পাস। আগামী তিন মাসের মধ্যে শেষ হবে ‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রের কাজ।

তথ্যচিত্র নির্মাণের সঙ্গে জড়িত কলাকুশলীরা জানান, কলকাতার অলি-গলিতে বঙ্গবন্ধুর স্মৃতির খোঁজ করার পাশাপাশি বিশিষ্টজনদের বক্তব্য ধারণ করা হবে তথ্যচিত্রে। থাকবে ভারত ও বাংলাদেশের বহু বিশিষ্টজনের মূল্যবান সাক্ষাৎকার, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ। থাকবে প্রামাণ্য নথিও। তথ্যচিত্রের চিত্রনাট্যও লেখা হয়েছে বহু গবেষণার ভিত্তিতে।

সম্প্রতি তথ্যচিত্র নির্মাণ নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ত্রিপক্ষীয় সমঝোতাপত্রে স্বাক্ষর করেন গৌতম ঘোষ, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি সত্যম রায় চৌধুরী এবং বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান। 

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার