হোম > বিশ্ব > ভারত

‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রের শুটিং শুরু

কলকাতা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ শুরু করেছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। সোমবার এই তথ্যচিত্রের আনুষ্ঠানিক শুটিং শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি সত্যম রায় চৌধুরী।

তথ্যচিত্রটির প্রযোজনায় করেছে ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং বাংলাদেশ উপ-দূতাবাস কলকাতা।

গৌতম ঘোষের জানান, বঙ্গবন্ধুর জীবনে কলকাতার ভূমিকা বিরাট। বঙ্গবন্ধু তাঁর আত্মজীবনীতেও সে কথা উল্লেখ করেছেন। মৌলানা আজাদ কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা থেকে শুরু করে ব্রিগেডে জনসমুদ্রে তাঁর ঐতিহাসিক ভাষণ—কলকাতাকে ঘিরে রয়েছে তাঁর বহু স্মরণীয় ঘটনা। মূলত, সেগুলোই তুলে ধরতে চাইছেন গৌতম।

শুটিং শুরু হয়েছে কলকাতার মৌলানা আজাদ কলেজের ক্যাম্পাস। আগামী তিন মাসের মধ্যে শেষ হবে ‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রের কাজ।

তথ্যচিত্র নির্মাণের সঙ্গে জড়িত কলাকুশলীরা জানান, কলকাতার অলি-গলিতে বঙ্গবন্ধুর স্মৃতির খোঁজ করার পাশাপাশি বিশিষ্টজনদের বক্তব্য ধারণ করা হবে তথ্যচিত্রে। থাকবে ভারত ও বাংলাদেশের বহু বিশিষ্টজনের মূল্যবান সাক্ষাৎকার, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ। থাকবে প্রামাণ্য নথিও। তথ্যচিত্রের চিত্রনাট্যও লেখা হয়েছে বহু গবেষণার ভিত্তিতে।

সম্প্রতি তথ্যচিত্র নির্মাণ নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ত্রিপক্ষীয় সমঝোতাপত্রে স্বাক্ষর করেন গৌতম ঘোষ, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি সত্যম রায় চৌধুরী এবং বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান। 

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ