হোম > বিশ্ব > ভারত

‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রের শুটিং শুরু

কলকাতা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ শুরু করেছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। সোমবার এই তথ্যচিত্রের আনুষ্ঠানিক শুটিং শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি সত্যম রায় চৌধুরী।

তথ্যচিত্রটির প্রযোজনায় করেছে ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং বাংলাদেশ উপ-দূতাবাস কলকাতা।

গৌতম ঘোষের জানান, বঙ্গবন্ধুর জীবনে কলকাতার ভূমিকা বিরাট। বঙ্গবন্ধু তাঁর আত্মজীবনীতেও সে কথা উল্লেখ করেছেন। মৌলানা আজাদ কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা থেকে শুরু করে ব্রিগেডে জনসমুদ্রে তাঁর ঐতিহাসিক ভাষণ—কলকাতাকে ঘিরে রয়েছে তাঁর বহু স্মরণীয় ঘটনা। মূলত, সেগুলোই তুলে ধরতে চাইছেন গৌতম।

শুটিং শুরু হয়েছে কলকাতার মৌলানা আজাদ কলেজের ক্যাম্পাস। আগামী তিন মাসের মধ্যে শেষ হবে ‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রের কাজ।

তথ্যচিত্র নির্মাণের সঙ্গে জড়িত কলাকুশলীরা জানান, কলকাতার অলি-গলিতে বঙ্গবন্ধুর স্মৃতির খোঁজ করার পাশাপাশি বিশিষ্টজনদের বক্তব্য ধারণ করা হবে তথ্যচিত্রে। থাকবে ভারত ও বাংলাদেশের বহু বিশিষ্টজনের মূল্যবান সাক্ষাৎকার, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ। থাকবে প্রামাণ্য নথিও। তথ্যচিত্রের চিত্রনাট্যও লেখা হয়েছে বহু গবেষণার ভিত্তিতে।

সম্প্রতি তথ্যচিত্র নির্মাণ নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ত্রিপক্ষীয় সমঝোতাপত্রে স্বাক্ষর করেন গৌতম ঘোষ, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি সত্যম রায় চৌধুরী এবং বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে