হোম > বিশ্ব > ভারত

‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রের শুটিং শুরু

কলকাতা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ শুরু করেছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। সোমবার এই তথ্যচিত্রের আনুষ্ঠানিক শুটিং শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি সত্যম রায় চৌধুরী।

তথ্যচিত্রটির প্রযোজনায় করেছে ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং বাংলাদেশ উপ-দূতাবাস কলকাতা।

গৌতম ঘোষের জানান, বঙ্গবন্ধুর জীবনে কলকাতার ভূমিকা বিরাট। বঙ্গবন্ধু তাঁর আত্মজীবনীতেও সে কথা উল্লেখ করেছেন। মৌলানা আজাদ কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা থেকে শুরু করে ব্রিগেডে জনসমুদ্রে তাঁর ঐতিহাসিক ভাষণ—কলকাতাকে ঘিরে রয়েছে তাঁর বহু স্মরণীয় ঘটনা। মূলত, সেগুলোই তুলে ধরতে চাইছেন গৌতম।

শুটিং শুরু হয়েছে কলকাতার মৌলানা আজাদ কলেজের ক্যাম্পাস। আগামী তিন মাসের মধ্যে শেষ হবে ‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রের কাজ।

তথ্যচিত্র নির্মাণের সঙ্গে জড়িত কলাকুশলীরা জানান, কলকাতার অলি-গলিতে বঙ্গবন্ধুর স্মৃতির খোঁজ করার পাশাপাশি বিশিষ্টজনদের বক্তব্য ধারণ করা হবে তথ্যচিত্রে। থাকবে ভারত ও বাংলাদেশের বহু বিশিষ্টজনের মূল্যবান সাক্ষাৎকার, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ। থাকবে প্রামাণ্য নথিও। তথ্যচিত্রের চিত্রনাট্যও লেখা হয়েছে বহু গবেষণার ভিত্তিতে।

সম্প্রতি তথ্যচিত্র নির্মাণ নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ত্রিপক্ষীয় সমঝোতাপত্রে স্বাক্ষর করেন গৌতম ঘোষ, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি সত্যম রায় চৌধুরী এবং বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান। 

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ