হোম > বিশ্ব > ভারত

মুস্তফা কামালের সঙ্গে ভারতীয় অর্থমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গতকাল সোমবার ভারতের গুজরাটের গান্ধীনগরে জি-২০ জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনের বাইরে বৈঠক করেন তাঁরা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

দুই দেশের অর্থমন্ত্রীর বৈঠকের বিষয়টি নিশ্চিত করে ভারতের অর্থ মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন এবং বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গুজরাটের গান্ধীনগরে জি-২০ জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনের (জি-২০ এফএমসিবিজি) সাইডলাইনে বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন।’ 

তবে বৈঠকে দুই দেশের অর্থমন্ত্রী ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা করেছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ভারতীয় অর্থ মন্ত্রণালয়। 

দুদিনব্যাপী এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় ভারতের সভাপতিত্বে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান শক্তিকান্ত দাস যৌথভাবে সম্মেলনে সভাপতিত্ব করেন। এই সম্মেলন জি-২০ জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের তৃতীয় সম্মেলন। 

জি-২০ জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলন মূলত জোটভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করার লক্ষ্যে এবং পারস্পরিক সংকট এবং সুযোগ আলোচনার লক্ষ্যে আয়োজিত হয়ে থাকে।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার