হোম > বিশ্ব > ভারত

মুস্তফা কামালের সঙ্গে ভারতীয় অর্থমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গতকাল সোমবার ভারতের গুজরাটের গান্ধীনগরে জি-২০ জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনের বাইরে বৈঠক করেন তাঁরা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

দুই দেশের অর্থমন্ত্রীর বৈঠকের বিষয়টি নিশ্চিত করে ভারতের অর্থ মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন এবং বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গুজরাটের গান্ধীনগরে জি-২০ জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনের (জি-২০ এফএমসিবিজি) সাইডলাইনে বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন।’ 

তবে বৈঠকে দুই দেশের অর্থমন্ত্রী ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা করেছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ভারতীয় অর্থ মন্ত্রণালয়। 

দুদিনব্যাপী এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় ভারতের সভাপতিত্বে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান শক্তিকান্ত দাস যৌথভাবে সম্মেলনে সভাপতিত্ব করেন। এই সম্মেলন জি-২০ জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের তৃতীয় সম্মেলন। 

জি-২০ জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলন মূলত জোটভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করার লক্ষ্যে এবং পারস্পরিক সংকট এবং সুযোগ আলোচনার লক্ষ্যে আয়োজিত হয়ে থাকে।

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি