পূর্ব শত্রুতার জেরে ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে হামলা করে ২৫০ কুকুরকে হত্যা করেছে বানরের দল। এই ঘটনায় দুই বানরকে আটক করা হয়েছে। আজ রোববার সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কুকুরের আক্রমণে বানরের এক বাচ্চা হত্যার শিকার হওয়ায় এমন ভয়াবহ হামলা চালাচ্ছে বানরের দল।
বন কর্মকর্তা শচীন কান্দ বার্তা সংস্থা এএনআইকে বলেন, অনেকগুলো কুকুরছানাকে হত্যার সঙ্গে আটক বানর দুটি জড়িত। নাগপুর বন বিভাগের একটি দল বানর দুটিকে আটক করে। বানর দুটিকে নাগপুরে স্থানান্তরিত করা হচ্ছে এবং কাছের একটি বনে ছেড়ে দেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, বানরের একটি বিশাল দল এলাকায় তাণ্ডব চালাচ্ছে। মজলগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের লাভুল গ্রামে বর্তমানে আর কোনো কুকুরছানা বেঁচে নেই। বানরের দল কুকুরছানা দেখলেই তুলে নিয়ে যাচ্ছে এবং উঁচু জায়গা থেকে ছুড়ে ফেলে হত্যা করছে। শুধু কুকুরছানাই নয় বানরের দল স্কুলগামী শিক্ষার্থীদের ওপরও হামলা চালাচ্ছে। এতে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।