হোম > বিশ্ব > ভারত

জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছে না চীন

ভারতের কাশ্মীরে জি-২০ সম্মেলন আয়োজনের তীব্র বিরোধিতা করেছে চীন। সংগঠনটির আসন্ন সম্মেলনে চীন যোগ দেবে না বলেও জানিয়েছে। এ ছাড়া তুরস্ক, সৌদি আরবও এই সম্মেলনে যোগ দিতে এখনো নিবন্ধন সম্পন্ন করেনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এনডিটিভিকে বলেছেন, ‘কোনো বিতর্কিত এলাকায় সম্মেলন আয়োজনের বিরোধিতা করে চীন। এ কারণে কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে চীন যোগ দেবে না।’

উল্লেখ্য, আগামী ২২ থেকে ২৪ মে শ্রীনগরে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারতের কাশ্মীর একটি বিতর্কিত অঞ্চল। ২০১৯ সালে কাশ্মীরের ‘রাজ্য’ মর্যাদা বাতিল করেছে ভারত সরকার। এমন একটি অঞ্চলে জি-২০ সম্মেলন আয়োজন করার সমালোচনা করেছে চীন এবং সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে এবারের জি-২০ সম্মেলনে বিভিন্ন দেশের অন্তত ৬০ জন প্রতিনিধি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে অন্তত ১০০ জন অংশ নেবেন বলে আশা করা হয়েছিল।

এদিকে একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, তুরস্ক ও সৌদি আরবও এ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দুদিন পর অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলন উপলক্ষে শ্রীনগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারত সরকার এ অঞ্চলে মেরিন কমান্ডো ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) মোতায়েন করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে কনভেনশন সেন্টারটির আশপাশে এনএসজি কমান্ডোরা, পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা গত বৃহস্পতিবার তল্লাশি চালিয়েছেন।

ভারতীয় কর্মকর্তারা বলেছেন, কাশ্মীরের পর্যটন সম্ভাবনা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এই অঞ্চলে জি-২০ সম্মেলন আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বের কাছে এই বার্তা দিতে চাই যে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০। এর সভাপতি দেশ ভারত। সভাপতির পদ গ্রহণ করার পর ভারত জানিয়েছিল, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই জি-২০-এর কোনো না কোনো বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। গত মার্চে ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে দুই দিনের জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনেও অংশ নেয়নি চীন। আগামী সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে