হোম > বিশ্ব > ভারত

প্রয়োজনে ‘যোগী মডেল’ অনুসরণ করা হবে: কর্ণাটকের মুখ্যমন্ত্রী 

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, তাঁর রাজ্যে প্রয়োজনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ‘যোগী মডেল’ অনুসরণ করা হবে। বিজেপির যুব নেতা প্রবীণ নেত্তারুকে হত্যার ঘটনায় দলীয় নেতা–কর্মীদের প্রতিবাদ–বিক্ষোভের পরে বাসবরাজ আজ বৃহস্পতিবার এই কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিজেপির সহযোগী সংগঠন সংঘ পরিবারের নেতা–কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাসবরাজ এই কথা বলেন। এ সময় নেতা–কর্মীরা বাসবরাজকে নিজ দলের নেতা–কর্মীর জীবন রক্ষায় উদ্যোগ নিতে পারার ব্যর্থতার অভিযোগে অভিযুক্ত করেন। পরে তাদেরই এক প্রশ্নের জবাবে বাসবরাজ এই কথা বলেন। 

পরিস্থিতি দাবি করলে ‘যোগী মডেল’ অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে বাসবরাজ বলেন, ‘উত্তর প্রদেশের বর্তমান পরিস্থিতির জন্য যোগী আদিত্যনাথ সঠিক মুখ্যমন্ত্রী। একইভাবে, কর্ণাটকের পরিস্থিতি মোকাবিলায়ও ভিন্ন পদ্ধতি রয়েছে এবং সেগুলোর সবই এখন ব্যবহার করা হচ্ছে। তবে, পরিস্থিতি দাবি করলে কর্ণাটকের সরকারও “যোগী মডেলে” আসবে।’

অনেকের মতে, ‘যোগী মডেল’ বলতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বুলডোজার ব্যবহার করে মতো রাজ্যে ‘দেশবিরোধী’ কার্যকলাপ নিয়ন্ত্রণে গৃহীত কড়া পদক্ষেপকে বোঝানো হয়েছে। প্রবীণ নেত্তারুর হত্যার বিচার চেয়ে অনেক বিজেপি কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়োজনে এনকাউন্টারের কথাও উল্লেখ করেন। এ সময় তাঁরা উত্তর প্রদেশে পুলিশ কর্তৃক গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টারের কথা উল্লেখ করেন এবং বোম্মাইকে কর্ণাটকে এক পদ্ধতি অনুসরণের আহ্বান জানান। 

এর আগে, গত মঙ্গলবার রাতে নিজের ব্যবসায় প্রতিষ্ঠান মুরগির দোকান বন্ধ করার সময় ৩২ বছর বয়সী ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী নেত্তারুকে কুপিয়ে হত্যা করা হয়। তাঁর হত্যার প্রতিবাদে বেশ কয়েকজন বিজেপি কর্মী তাদের পদত্যাগপত্র জমা দিয়ে সরকার ও দলের নেতাদের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেন।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি