হোম > বিশ্ব > ভারত

মুসলিম নারীদের ছবি ‘নিলামে’ তোলা ওমকারেশ্বর ঠাকুরের বিচার শুরু হচ্ছে ভারতে

মুসলিম নারীদের বিকৃত ছবি নিলামে বিক্রির জন্য গত বছর অ্যাপ তৈরি করেছিলেন ভারতের ২৫ বছর বয়সী ওমকারেশ্বর ঠাকুর। তাঁর বিচারের প্রক্রিয়া শুরুর আবেদন গতকাল সোমবার মঞ্জুর করেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, ওই তরুণ ৮০টিরও বেশি মুসলিম নারীর ছবি নিলামে বিক্রি করেছিলেন। পুলিশ কর্মকর্তারা এখন তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের কাজ শুরু করবেন।

ওমকারেশ্বর ঠাকুরের তৈরি ‘সুল্লি ডিল’ অ্যাপের মাধ্যমে কেউ সারা দিনের চুক্তিতে নিলামে তোলা মুসলিম নারীদের প্রোফাইলে ঢুকতে পারতেন। ওই অ্যাপের নামেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অ্যাকাউন্ট তৈরি করে বিক্রির জন্য মুসলিম নারীদের ছবি পোস্ট করতেন। ওই নারীদের মধ্যে অনেকেই ছিলেন, যাঁরা ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনের তীব্র সমালোচক।

ওমকারেশ্বরের বিরুদ্ধে এজাহারে বলা হয়, তিনি শত শত সংখ্যালঘু মুসলিম নারীর ছবি তাঁদের সম্মতি ছাড়াই অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করেছেন। এটি একধরনের সাইবার অপরাধ।

দিল্লি পুলিশ জানিয়েছে, ওমকারেশ্বরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করা হবে। এ ছাড়া ফৌজদারি আইনেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। গত বছরের জুলাই মাসে তাঁর বিরুদ্ধে প্রথম অভিযোগটি দায়ের করা হয়েছিল।

অভিযুক্ত ওমকারেশ্বর মধ্য ভারতের ইন্দোর শহর থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি নেন। এ বছরের জানুয়ারিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মার্চ মাসে তিনি জামিনে মুক্ত হোন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুল্লি বাই নামে একই ধরনের আরেকটি অ্যাপে সম্মতি ছাড়াই বিকৃত ছবি আপলোডের বিষয়ে দিল্লির এক নারী সাংবাদিক অভিযোগ করেন। পরে অ্যাপটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠে নামে।

গত জুনে আসাম থেকে গ্রেপ্তার করা হয় এই অ্যাপের মাস্টারমাইন্ড নীরজ বিষ্ণোইকে। আর তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ‘সুল্লি বাই’ অ্যাপ ও ওমকারেশ্বর ঠাকুরের নাম সামনে আসে। পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ওমকারেশ্বর ঠাকুরকে।

অ্যাপে মুসলিম নারীদের টার্গেট করা হতো। এক ভার্চুয়াল নিলামে তাঁদের ছবি রাখা হতো। আর সেই নিলামে যাতে পুরুষেরা আগ্রহী হন, তার চেষ্টা করা হতো।

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ