হোম > বিশ্ব > ভারত

সন্তানের মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার...

ভারতের একটি হাসপাতাল থেকে সাত বছর বয়সী সন্তানের মৃতদেহ কাঁধে নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরেছেন এক ব্যক্তি। ঘটনাটির ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

এনডিটিভি জানিয়েছে, মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ে। সেখানকার সুরগুজা জেলার আমডালা গ্রামের ঈশ্বর দাসের সাত বছর বয়সী মেয়ে সুরেখা কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। গতকাল শুক্রবার ঈশ্বর দাস তাকে লখনপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এরপর মেয়ের মৃতদেহ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করতে না পেরে নিজের কাঁধে তুলে নেন এবং হেঁটেই বাড়ির পথে রওনা দেন। বাড়ি পৌঁছাতে তাঁকে ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।

হাসপাতালের স্বাস্থ্য সহকারী ডা. বিনোদ ভার্গব বলেছেন, ‘অসুস্থ মেয়েটির অক্সিজেন লেভেল খুবই কম ছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে শুরু করলেও অবস্থার দ্রুত অবনতি হয় এবং একসময় সে মারা যায়।’

চিকিৎসক বিনোদ ভার্গব আরও বলেন, ‘আমরা মৃতদেহ বহনকারী গাড়ি আনতে পাঠিয়েছিলাম। গাড়ি এসে পৌঁছায় ৯টা ২০ মিনিটে। কিন্তু তার আগেই মৃতদেহ নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যায় তার পরিবার।’ 

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয় প্রশাসনের নজরে আসে। ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিং দেও বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি, এটি সত্যিই খুবই মর্মান্তিক এবং বিব্রতকর।’ তিনি দ্রুত এ ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের। 

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ