ভারতের কর্ণাটক রাজ্যের উদুপিতে প্রবল বেগে আসা একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে টোল বুথের সঙ্গে। ফলে ওই অ্যাম্বুলেন্সে থাকা এক রোগীসহ সব মিলিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই অ্যাম্বুলেন্সটিতে এক রোগী এবং তাঁর সঙ্গে দুজন সহযোগী ছিলেন। তাঁর তিনজনসহ এবং অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
ভিডিও থেকে দেখা যায়, যে কর্মী বুথের সামনের বাধা সরাতে গিয়েছিলেন তিনি সফলভাবেই বাধা সরাতে পেরেছিলেন। কিন্তু বুথ বরাবর যে বাধাটি ছিল তা কেবল অর্ধেক সরাতে পেরেছিলেন আরেক কর্মী। আর তক্ষুনি তাঁকে উড়িয়ে নিয়ে যায় প্রবল বেগে আসা গাড়িটি।