হোম > বিশ্ব > ভারত

টোল প্লাজায় ধেয়ে এল অ্যাম্বুলেন্স, সংঘর্ষে ৪ জনের মৃত্যু

ভারতের কর্ণাটক রাজ্যের উদুপিতে প্রবল বেগে আসা একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে টোল বুথের সঙ্গে। ফলে ওই অ্যাম্বুলেন্সে থাকা এক রোগীসহ সব মিলিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই অ্যাম্বুলেন্সটিতে এক রোগী এবং তাঁর সঙ্গে দুজন সহযোগী ছিলেন। তাঁর তিনজনসহ এবং অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় একটি হাসপাতালের এক চিকিৎসক তাঁর টুইটে পুরো ঘটনাটি শেয়ার করেছেন। ভিডিও থেকে দেখা যায়, ঘটনাস্থলে বেশ বৃষ্টিপাত হচ্ছিল এবং সেই সময় টোল বুথের এক কর্মী বুথের সামনে থাকা বাধা  সরাতে যান। আরেক কর্মী এসে বসেন বুথে। কিন্তু এসব ঘটনা ঘটার কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণ হারানো অ্যাম্বুলেন্সটি এসে আঘাত হানে বুথে।

ভিডিও থেকে দেখা যায়, যে কর্মী বুথের সামনের বাধা সরাতে গিয়েছিলেন তিনি সফলভাবেই বাধা সরাতে পেরেছিলেন। কিন্তু বুথ বরাবর যে বাধাটি ছিল তা কেবল অর্ধেক সরাতে পেরেছিলেন আরেক কর্মী। আর তক্ষুনি তাঁকে উড়িয়ে নিয়ে যায় প্রবল বেগে আসা গাড়িটি।

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি