হোম > বিশ্ব > ভারত

টোল প্লাজায় ধেয়ে এল অ্যাম্বুলেন্স, সংঘর্ষে ৪ জনের মৃত্যু

ভারতের কর্ণাটক রাজ্যের উদুপিতে প্রবল বেগে আসা একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে টোল বুথের সঙ্গে। ফলে ওই অ্যাম্বুলেন্সে থাকা এক রোগীসহ সব মিলিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই অ্যাম্বুলেন্সটিতে এক রোগী এবং তাঁর সঙ্গে দুজন সহযোগী ছিলেন। তাঁর তিনজনসহ এবং অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় একটি হাসপাতালের এক চিকিৎসক তাঁর টুইটে পুরো ঘটনাটি শেয়ার করেছেন। ভিডিও থেকে দেখা যায়, ঘটনাস্থলে বেশ বৃষ্টিপাত হচ্ছিল এবং সেই সময় টোল বুথের এক কর্মী বুথের সামনে থাকা বাধা  সরাতে যান। আরেক কর্মী এসে বসেন বুথে। কিন্তু এসব ঘটনা ঘটার কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণ হারানো অ্যাম্বুলেন্সটি এসে আঘাত হানে বুথে।

ভিডিও থেকে দেখা যায়, যে কর্মী বুথের সামনের বাধা সরাতে গিয়েছিলেন তিনি সফলভাবেই বাধা সরাতে পেরেছিলেন। কিন্তু বুথ বরাবর যে বাধাটি ছিল তা কেবল অর্ধেক সরাতে পেরেছিলেন আরেক কর্মী। আর তক্ষুনি তাঁকে উড়িয়ে নিয়ে যায় প্রবল বেগে আসা গাড়িটি।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার