হোম > বিশ্ব > ভারত

টোল প্লাজায় ধেয়ে এল অ্যাম্বুলেন্স, সংঘর্ষে ৪ জনের মৃত্যু

ভারতের কর্ণাটক রাজ্যের উদুপিতে প্রবল বেগে আসা একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে টোল বুথের সঙ্গে। ফলে ওই অ্যাম্বুলেন্সে থাকা এক রোগীসহ সব মিলিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই অ্যাম্বুলেন্সটিতে এক রোগী এবং তাঁর সঙ্গে দুজন সহযোগী ছিলেন। তাঁর তিনজনসহ এবং অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় একটি হাসপাতালের এক চিকিৎসক তাঁর টুইটে পুরো ঘটনাটি শেয়ার করেছেন। ভিডিও থেকে দেখা যায়, ঘটনাস্থলে বেশ বৃষ্টিপাত হচ্ছিল এবং সেই সময় টোল বুথের এক কর্মী বুথের সামনে থাকা বাধা  সরাতে যান। আরেক কর্মী এসে বসেন বুথে। কিন্তু এসব ঘটনা ঘটার কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণ হারানো অ্যাম্বুলেন্সটি এসে আঘাত হানে বুথে।

ভিডিও থেকে দেখা যায়, যে কর্মী বুথের সামনের বাধা সরাতে গিয়েছিলেন তিনি সফলভাবেই বাধা সরাতে পেরেছিলেন। কিন্তু বুথ বরাবর যে বাধাটি ছিল তা কেবল অর্ধেক সরাতে পেরেছিলেন আরেক কর্মী। আর তক্ষুনি তাঁকে উড়িয়ে নিয়ে যায় প্রবল বেগে আসা গাড়িটি।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে