হোম > বিশ্ব > ভারত

গলায় ত্রিশূল নিয়েই ৬৫ কিলোমিটার দূরের হাসপাতালে যুবক

ভারতের পশ্চিমবঙ্গে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। গলার ডান পাশে একটি ত্রিশূল বিঁধেছিল তাঁর। কিন্তু নিজের এলাকায় উন্নত চিকিৎসাব্যবস্থা না থাকায় ভাস্কর রাম নামে ওই যুবক ৬৫ কিলোমিটার পাড়ি দিয়ে কলকাতায় পৌঁছান জরুরি অপারেশনের জন্য। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, ত্রিশূলবিদ্ধ অবস্থায়ও ভাস্কর রাম যথেষ্ট স্বাভাবিক। তাঁর চেহারায় ব্যথার কোনো অভিব্যক্তি নেই। ছবি থেকে আরও দেখা যায়, ভাস্করের গলার ডান পাশে একটি ত্রিশূল প্রবেশ করেছে এবং সেটি বাম পাশ দিয়ে বেরও হয়ে গেছে অনেকটা। এই অবস্থায় ভাস্কর রাম কল্যাণী থেকে কলকাতার এনআরএস মেডিকেল কলেজে পৌঁছান। সেখানেই করা হয় তাঁর অপারেশন। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাম ভাস্কর নামের ওই যুবক ২৮ নভেম্বর ভোরে রক্তাক্ত অবস্থায় আমাদের হাসপাতালে পৌঁছান। রামকে সেই অবস্থায় দেখে চিকিৎসকেরা হতবাক হয়ে পড়েন। এর আগে ভাস্করকে এই অবস্থায় দেখে তাঁর বোন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। 

যদিও চিকিৎসকেরা ভাস্কর রামের বেঁচে থাকা নিয়ে সন্দিহান ছিলেন, কিন্তু অপারেশনের পর তাঁর কেসটিই এখন চিকিৎসাবিজ্ঞানের একটি বিস্ময় হয়ে উঠেছে। আশ্চর্যজনক হলেও সত্য, ত্রিশূলটি ভাস্কর রামের কোনো শিরা বা ধমনির ক্ষতি করেনি। অভ্যন্তরীণভাবেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ত্রিশূল অপসারণে রাজ্য সরকার পরিচালিত কলকাতা হাসপাতালের চিকিৎসকেরা একটি জটিল অস্ত্রোপচার করেন। অপারেশনটির নেতৃত্বে ছিলেন হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং নাক-কান-গলা (ইএনটি) বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রণবাশীষ বন্দ্যোপাধ্যায়।

চিকিৎসকেরা জানিয়েছেন, ভাস্কর রাম ব্যথার কোনো অভিযোগও করেননি এবং অপারেশনের আগে অবিশ্বাস্যভাবে শান্ত ছিলেন তিনি। এমনকি এত দীর্ঘ পথ ভ্রমণ করার পরও। ভাস্কর কীভাবে আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন এবং চিকিৎসকদের মতে, তিনি শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। 

উল্লেখ্য, দেড় শ বছরের পুরোনো ত্রিশূলটি ভাস্কর রামের বাড়ির মন্দিরের বেদিতে রাখা হয়েছিল এবং তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছে, ভাস্কর রামের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহাসিক বস্তুটির পূজা করে আসছে। 

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন