হোম > বিশ্ব > ভারত

যোধপুরে ঈদের দিনে সহিংসতা, কারফিউ জারি

ভারতের রাজস্থানে ঈদের দিন সহিংসতার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাজস্থানের যোধপুরের জালোরি গেট এলাকায় ঈদের দিন ধর্মীয় পতাকা নিয়ে বিবাদ ও আগের দিন রাতে হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বী দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর কারফিউ জারি করা হয়েছে। ঈদের নামাজ করা হয়েছে পুলিশি সুরক্ষায়। গুজব রুখতে সেখানকার ইন্টারনেট সেবাও স্থগিত কার হয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগ করে পুলিশ। তবে তার আগে, বেশ কয়েকটি এলাকায় দুই পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি এবং সহিংসতার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় তেমন কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে, উদয় মন্দির, নাগোরি গেট, খণ্ডা ফলসা, প্রতাপ নগর, দেব নগর, সুর সাগর এবং সর্দারপুরা থানার সীমার মধ্যে থাকা সব অঞ্চলে আগামীকাল মধ্যরাত পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। জনগণকে গুজব ছড়ানো থেকে বিরত রাখতে যোধপুরে ইন্টারনেট পরিষেবাও স্থগিত করা হয়েছে। 

যোধপুরের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জনগণের প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। পরিস্থিতি পর্যালোচনা করতে আলোচনার জন্য একটি উচ্চ-পর্যায়ের বৈঠক ডেকেছেন তিনি এবং রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোধপুরে পাঠানো হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে। 

অশোক গেহলট এক টুইটে বলেছেন, ‘যোধপুর, মারওয়ারের জনগণের মধ্যকার ভালোবাসা ও ভ্রাতৃত্বের ঐতিহ্যকে সম্মান করার এখনই উপযুক্ত সময়। শান্তি বজায় রাখতে ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে সহযোগিতা করার জন্য সমস্ত পক্ষের কাছে আন্তরিক আবেদন জানাচ্ছি।’ 

যোধপুরে তিন দিনব্যাপী পরশুরাম জয়ন্তী উৎসবও চলছে। সোমবার রাতে উভয় সম্প্রদায়ের ধর্মীয় পতাকা লাগানো নিয়ে বাগ্‌বিতণ্ডার সূত্রপাত হয় এবং তা থেকেই পরে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ সদস্যরা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে।

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর