হোম > বিশ্ব > ভারত

টিভিতে দাবদাহের খবর পড়ার সময় তীব্র গরমে অজ্ঞান উপস্থাপিকা

ভারতের পশ্চিমবঙ্গে টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠান চলাকালে তীব্র গরমে অজ্ঞান হয়ে পড়েছিলেন এক উপস্থাপিকা। লোপামুদ্রা সিনহা নামের ওই উপস্থাপিকা ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দূরদর্শন বা ডিডির উপস্থাপিকা। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পশ্চিমবঙ্গ রাজ্যে বিগত কয়েক দিন ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে নাকাল রাজ্যবাসী। তারই যেন একটি নমুনা দেখা গেল দূরদর্শনের টিভি সেটে। অজ্ঞান হওয়ার বিষয়টি লোপামুদ্রা তাঁর ফেসবুকে জানিয়েছেন, তিনি অনুষ্ঠান শুরুর আগে থেকেই একটু অসুস্থ বোধ করছিলেন। তারপরও তিনি স্টুডিওতে গিয়েছিলেন অনুষ্ঠানের কাজ করতে।

লোপামুদ্রা জানান, শরীরে পানিশূন্যতা ঠেকাতে তিনি তাঁর সঙ্গে এক বোতল পানিও রেখেছিলেন। তবুও তিনি অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যান। এক ভিডিওতে তিনি বলেন, ‘লাইভ নিউজের সময় আমার রক্তচাপ মারাত্মকভাবে কমে যায় এবং আমি অজ্ঞান হয়ে যাই। আমি বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলাম। ভেবেছিলাম, কিছুটা পানি পান করলে ঠিক হয়ে যাবে।’

কিন্তু পানি পানের সুযোগই পাননি লোপামুদ্রা। তার আগেই তিনি অজ্ঞান হয়ে যান। তিনি বলেন, ‘আমি পানি পানেরই সুযোগ পাইনি এবং এরপর একপর্যায়ে অজ্ঞান হয়ে যাই।’ মজার ব্যাপার হলো, লোপামুদ্রা যখন অজ্ঞান হয়ে যান সে সময় তিনি দাবদাহের খবর পড়ছিলেন।

এ বিষয়ে লোপামুদ্রা বলেন, ‘আমি ভেবেছিলাম বরাদ্দ চারটি খবরই শেষ করতে পারব। কোনো রকমে দুটি খবর পড়া সম্পন্ন করার পর ৩ নম্বরে ছিল তাপপ্রবাহের খবর। এটি পড়তে গিয়ে আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে পড়ি। ভেবেছিলাম, শেষ করতে পারব এবং নিজেকে ধরে রাখার চেষ্টা করেছি, কিন্তু পারিনি।’

দূরদর্শনের পুরোপুরি স্টুডিও শীতাতপ নিয়ন্ত্রিত। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন এয়ার কন্ডিশন ব্যবস্থা কাজ করছিল না। যার ফলে, স্টুডিও গরম হয়ে ওঠে এবং সেখানকার সব বাতি জ্বলতে থাকায় তাপমাত্রা আরও বেড়ে যায়।

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন