হোম > বিশ্ব > ভারত

জাতিসংঘের অধিবেশনেও ইমরান-মোদি লড়াই

প্রতিনিধি, কলকাতা

জম্মু-কাশ্মীর ও লাদাখ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের লড়াই অব্যাহত রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে ইমরান বারবার টেনে আনেন কাশ্মীর প্রসঙ্গ। জবাবে ভারতের প্রতিক্রিয়া—কাশ্মীর উপত্যকা ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সর্বদা থাকবে।

ভারত ও পাকিস্তানের মধ্যে বহুদিন ধরেই ভূখণ্ড দখলের লড়াই চলছে। ইমরান খান জাতিসংঘের সাধারণ অধিবেশনে তালেবানদের সমর্থনের পাশাপাশি কাশ্মীরে ভারতের অবস্থান নিয়ে সমালোচনায় সরব হন। তাঁর অভিযোগ, কাশ্মীরে গণতন্ত্র হত্যা করেছে ভারত। ভারতের বিপক্ষে বেআইনি দখলদারির অভিযোগও করেন তিনি। 

জবাবে জাতিসংঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে স্পষ্ট বলেন, 'কাশ্মীরের বিরাট অংশ পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন।'

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউইয়র্কে আজ সাধারণ পরিষদের বৈঠকে বক্তব্য রাখবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করবেন মোদি। 

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ও উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে এরই মধ্যে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী। 

কোয়াড শীর্ষ বৈঠকের পর ভারতের তরফে সরকারি বিবৃতিতে দাবি করা হয়, কোয়াড শীর্ষ বৈঠকে পাকিস্তানের ওপর সতর্ক নজর রাখার সিদ্ধান্ত নিয়েছেন চারটি দেশের রাষ্ট্রপ্রধানই। ভারতের অভিযোগ, আফগানিস্তানে তালেবানদের উত্থান ও সন্ত্রাসীদের মদদে যুক্ত পাকিস্তান। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে