হোম > বিশ্ব > ভারত

জাতিসংঘের অধিবেশনেও ইমরান-মোদি লড়াই

প্রতিনিধি, কলকাতা

জম্মু-কাশ্মীর ও লাদাখ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের লড়াই অব্যাহত রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে ইমরান বারবার টেনে আনেন কাশ্মীর প্রসঙ্গ। জবাবে ভারতের প্রতিক্রিয়া—কাশ্মীর উপত্যকা ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সর্বদা থাকবে।

ভারত ও পাকিস্তানের মধ্যে বহুদিন ধরেই ভূখণ্ড দখলের লড়াই চলছে। ইমরান খান জাতিসংঘের সাধারণ অধিবেশনে তালেবানদের সমর্থনের পাশাপাশি কাশ্মীরে ভারতের অবস্থান নিয়ে সমালোচনায় সরব হন। তাঁর অভিযোগ, কাশ্মীরে গণতন্ত্র হত্যা করেছে ভারত। ভারতের বিপক্ষে বেআইনি দখলদারির অভিযোগও করেন তিনি। 

জবাবে জাতিসংঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে স্পষ্ট বলেন, 'কাশ্মীরের বিরাট অংশ পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন।'

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউইয়র্কে আজ সাধারণ পরিষদের বৈঠকে বক্তব্য রাখবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করবেন মোদি। 

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ও উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে এরই মধ্যে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী। 

কোয়াড শীর্ষ বৈঠকের পর ভারতের তরফে সরকারি বিবৃতিতে দাবি করা হয়, কোয়াড শীর্ষ বৈঠকে পাকিস্তানের ওপর সতর্ক নজর রাখার সিদ্ধান্ত নিয়েছেন চারটি দেশের রাষ্ট্রপ্রধানই। ভারতের অভিযোগ, আফগানিস্তানে তালেবানদের উত্থান ও সন্ত্রাসীদের মদদে যুক্ত পাকিস্তান। 

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার