হোম > বিশ্ব > ভারত

পাকিস্তানে গিয়ে পড়ল ক্ষেপণাস্ত্র, ভারত বলছে ‘দুর্ঘটনাবশত’

দুর্ঘটনাবশত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এমনটি জানানো হয়।

এই দুর্ঘটনাকে প্রযুক্তিগত ত্রুটি উল্লেখ করে একটি বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ভারত সরকার একটি গুরুত্ব সহকারে দেখছে। এ নিয়ে একটি উচ্চ-স্তরের আদালতের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, জানা গেছে ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় গিয়ে পড়েছে। ঘটনাটি গভীরভাবে দুঃখজনক হলেও স্বস্তির বিষয় যে দুর্ঘটনার কারণে কোনো প্রাণহানি হয়নি। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বুধবার সেনা মহড়া চলাকালীন ভারতীয় সেনাবাহিনীর ওই ক্ষেপণাস্ত্র গিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে আঘাত হানে। 

এদিকে এই ঘটনায় পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়, এই ধরনের অবহেলার অপ্রীতিকর পরিণতি সম্পর্কে সচেতন হতে হবে। ভবিষ্যতে এই ধরনের লঙ্ঘনের পুনরাবৃত্তি এড়াতে কার্যকর ব্যবস্থা নিতে ভারতকে আহ্বান জানিয়েছে পাকিস্তান। 

এ নিয়ে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক হ্যাপিমন জ্যাকব টুইটারে বলেন, উভয় পক্ষই ভালোভাবে পরিস্থিতি সামাল দিয়েছে। নয়াদিল্লির উচিত পাকিস্তানকে ক্ষতিপূরণ দেওয়া।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু