হোম > বিশ্ব > ভারত

তিনবার করোনায় আক্রান্ত চিকিৎসক, টিকা নেওয়ার পর দুবার

ভারতের মুম্বাইয়ের এক নারী চিকিৎসক করোনার দুই ডোজ টিকা নেওয়ার পরেও দুবার করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের মুলুন্দ এলাকায় বীর সাভাকর হাসপাতালের চিকিৎসক ২৬ বছর বয়সী ডা. শ্রুষ্টি হালারি। গত ১৩ মাসের মধ্যে তিনবার করোনায় আক্রান্ত হয়েছেন এই চিকিৎসক। এর মধ্যেই করোনার টিকার দুই ডোজও নিয়েছেন তিনি।

জানা গেছে, দায়িত্বরত অবস্থায় গত বছরের ১৭ জুন প্রথমবার করোনায় আক্রান্ত হন হালারি। তবে ওই সময় তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ ছিল। চিকিৎসা নিয়ে অল্প দিনের মধ্যে সুস্থ হন তিনি।

চলতি বছরের ৮ মার্চ করোনার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা কোভিশিল্ডের প্রথম ডোজ নেন হালারি। দ্বিতীয় ডোজ নেন ২৯ এপ্রিল। হালারির সঙ্গে তাঁর পুরো পরিবারই করোনার দুই ডোজ নেন।

করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ঠিক এক মাস পর গত ২৯ মে হালারি দ্বিতীয় দফায় করোনা শনাক্ত হয়। তখনো তাঁর উপসর্গ ছিল মৃদু। বাড়িতে থেকেই সুস্থ হন। হাসপাতালে ভর্তি হতে হয়নি।

তবে তৃতীয়বার করোনায় আক্রান্ত হওয়ায় শ্রুষ্টি হালারিকে ভুগতে হয়েছে বেশ। এই সময় তাঁর পরিবারের সব সদস্যই করোনায় আক্রান্ত হন।

এ নিয়ে ড. শ্রুষ্টি হালারি বলেন, তৃতীয়বার আমি বেশ ভুগেছি। আমি এবং আমার পরিবারকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আমাদের রেমডেসিভির নিতে হয়েছিল। আমার ভাই এবং আমার মায়ের ডায়বেটিস ছিল। আমার বাবারও আগে থেকেই কোলেস্টেরলের সমস্যা ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

হালারি জানান, তাঁর ভাইয়ের শ্বাস কষ্ট ছিল এবং দুই দিন তাঁকে অক্সিজেন দিতে হয়েছিলে।

বিশেষজ্ঞরাও বলছেন, করোনার টিকায় পুরোপুরি সুরক্ষা মিলবে না। এমনকি টিকার দুই ডোজ নেওয়ার পরও করোনা হতে পারে। তবে টিকা নেওয়ার পর করোনা হলে গুরুতর অসুস্থ হওয়ার হার কমে আসে। পাশাপাশি মৃত্যুর আশঙ্কাও কমে যায়।

মুম্বাইয়ের ওকহার্ডট হাসপাতালের চিকিৎসক বেহরাম পারদিওয়ালা বলেন, দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত অনেক রোগী দেখেছি। যেকোনো বয়সের মানুষ আক্রান্ত হতে পারে। কিন্তু টিকা তাঁদের দ্রুত সুস্থ হয়ে উঠতে কার্যকর ভূমিকা রাখে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে