হোম > বিশ্ব > ভারত

ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত ৩ বেসামরিক, আহত ৯ 

নতুন বছরের শুরুতেই সন্ত্রাসী হামলার শিকার ভারতের কাশ্মীর। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে রোববার বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে পুলিশ। 

এনডিটিভির খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় রাজৌরি জেলার ডাংরি গ্রামে হামলা চালায় দুই বন্দুকধারী। গ্রামের তিনটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে তাঁরা। এ ঘটনায় প্রথমে দুই জন নিহতের খবর পাওয়া গিয়েছিল। পরে রাজৌরির মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান আরও একজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, নিহতরা হলেন দীপক কুমার, সতীশ কুমার ও প্রীতম লাল। গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটল রাজৌরিতে। এর আগে ১৬ ডিসেম্বর সেনা ক্যাম্পের বাইরে হামলায় দুজন নিহত হন। 

হামলার পর আশপাশের এলাকায় নিরাপত্তাবলয় আরও জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনী ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং ভারতীয় সেনাবাহিনী। এরই মধ্যে অনুসন্ধান অভিযান শুরু করেছে তাঁরা। 

এদিকে ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে রাজৌরির বিভিন্ন এলাকায়। হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে এলাকায় আজ সোমবার হরতাল ডেকেছে কয়েকটি সংগঠন। ডাংরির গ্রামপ্রধান এই হামলার জন্য সরাসরি প্রশাসনকে দায়ী করেছেন। তাঁর দাবি, খবর থাকা সত্ত্বেও পর্যাপ্ত নজরদারি করেনি প্রশাসন। নিরাপত্তাব্যবস্থায়ও গাফিলতির অভিযোগ করেন অনেকে। 

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা