হোম > বিশ্ব > ভারত

ভারতে ৭৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন

অবশেষে নানা জল্পনার মধ্যেই ভারতের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলেন। এ মন্ত্রিসভায় সদস্য হিসেবে রয়েছেন ৪৩ জন। এখনো সুনির্দিষ্টভাবে তাঁদের দপ্তর ঘোষণা না হলেও তালিকাটি প্রকাশ করা হয়েছে। এতে একেবারে নতুন সদস্য হিসেবে যোগ দিচ্ছেন ৩৬ জন। সব মিলিয়ে দেশটির মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৭৭–এ দাঁড়াল। 

ভারতের মন্ত্রিসভায় বড় রদবদল নিয়ে সারা দিনই আলোচনা চলছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভা ঢেলে সাজানোর কথা বলেছিলেন। দপ্তর বদল থেকে শুরু করে মন্ত্রিসভায় নতুন সদস্য যোগ যুক্ত হওয়ার বিষয়ে নানা আলোচনা শুরু হয়। এর মধ্যেই স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী নিজেদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ মাথায় নিয়েই পদত্যাগ করেছেন। পরে এর সঙ্গে যোগ দেন আরও ১০ মন্ত্রী–প্রতিমন্ত্রী। তাঁদের সবার পদত্যাগপত্র ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ গ্রহণ করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান।

করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়াসহ নানা কারণেই মন্ত্রিসভা রদবদলের ঘোষণা দিয়েছিল মোদি সরকার। সেই ঘোষণা মেনে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেন। এর মধ্যে সবাই অবশ্য নতুন নন। কেউ কেউ পদোন্নতি পেয়ে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন। একেবারে নতুন সদস্য হিসেবে মন্ত্রিসভায় ৩৬ জন যোগ দিচ্ছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম। 

নতুন সদস্যদের নিয়ে ভারতের নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৭৭–এ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ মন্ত্রিসভায় স্থান পাওয়া নতুন–পুরোনো সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। এতে রয়েছেন– নারায়ণ রানে, সর্বানন্দ সোনোয়াল, ডা. বীরেন্দ্র কুমার, জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বৈষ্ণব, পশুপতি পরশ, কিরেন রিজিজু, রাজ কুমার সিংহ, হরদীপ সিং পুরি, মানসুখ মান্দাভিয়া, ভূপেন্দ্র যাদব, প্রশোত্তম রুপালা, জি কিশান রেড্ডি, অনুরাগ সিং ঠাকুর, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং প্যাটেল, সত্য পাল সিং বাঘেল, রাজীব চন্দ্রশেখর,শোভা করনদলাজে, ভানু প্রতাপ সিং ভার্মা, দর্শনা বিক্রম জর্দোশ, মীনাক্ষী লেখি, অন্নপূর্ণা দেবী, এ নারায়ণস্বামী, কৌশল কিশোর, অজয় ভট্ট, বিএল ভার্মা, অজয় কুমার, চৌহান দেবসিংহ, ভাগওয়ানথ খুবা, কপিল মোরেশ্বর পাতিল, প্রতীম ভৌমিক, ড. সুভাষ সরকার, ড. ভাগবত কিষাণরাও কারাদ, ড. রাজকুমার রঞ্জন সিং, ড. ভারতী প্রবীণ পাওয়ার, বিশ্বেশ্বর টুডু, শান্তনু ঠাকুর, ড. মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই, জন বারলা, ড. এল মুরুগান ও নিশিথ প্রামাণিক।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে